১৯৬৪ শীতকালীন অলিম্পিক

১৯৬৪ শীতকালীন অলিম্পিক ,অফিসিয়ালী নবম শীতকালীন অলিম্পিক গেমস হিসেবে পরিচিত, একটি শীতকালীন বহু ক্রীড়ায ঘটনা যা অস্ট্রিয়ার ইন্সব্রুকে জানুয়ারী ২৯, ১৯৬৪ থেকে ফেব্রুয়ারি ৯, ১৯৬৪ পর্যন্ত উদযাপিত হয়।

৯.৫তম শীতকালীন অলিম্পিক
Emblem of the 1964 Winter Olympics[ক]
আয়োজকInnsbruck, Austria
দেশ36
ক্রীড়াবিদ1,091 (892 men, 199 women)
প্রতিযোগিতা34 in 6 sports (10 disciplines)
উদ্বোধন29 January
সমাপন9 February
উদ্বোধনকারী
মশাল বহনকারী
স্টেডিয়ামBergisel
শীতকালীন
Squaw Valley 1960 Grenoble 1968
গ্রীষ্মকালীন
Rome 1960 Tokyo 1964

৩৬টি দেশের ১০৯১ ক্রীড়াবিদ এই অলিম্পিকে অংশগ্রহণ করে এবং জোসেফ রাইডার অলিম্পিক শিখা প্রজ্বলন করেন।[১]

আয়োজক শহর নির্বাচন সম্পাদনা

১৯৬৪ শীতকালীন অলিম্পিকের আয়োজক হওয়ার দৌড়ে ইন্সব্রুককে কানাডা, ফিনল্যান্ড, ক্যালগারিসহ বেশ কয়েকটি দেশের সাথে প্রতিযোগিতা করতে হয়। নিচে মে ২৬ ১৯৫৯ সালের ভোটের তালিকা দেয়া হল।[২]

১৯৬৪ শীতকালীন অলিম্পিকের নিলামী ফলাফল[৩]
শহর দেশ রাউন্ড১
ইন্সব্রুক   অস্ট্রিয়া ৪৮
ক্যালগারি   কানাডা ১২
লাথি   ফিনল্যান্ড

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Olympic Winter Games Innsbruck 1964" (history), kiat.net, webpage: KIAT-Innsbruck ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ নভেম্বর ২০০৬ তারিখে.
  2. "the International Olympic Committee Vote History"। ২৫ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৫ 
  3. "Past Olympic host city election results"GamesBids। ১০ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১১ 
  1. The emblem represents the coat of arms of Innsbruck, which shows the bridge on the Inn River that connects the old town and the Hötting district.