১৯০৬ কোপা দেল রে ফাইনাল
১৯০৬ সালের কোপা দেল রে ফাইনাল ছিল , স্পেনীয় ফুটবল কাপ প্রতিযোগিতা কোপা দেল রের তৃতীয় ফাইনাল। ম্যাচটি ১৯০৬ সালের ১০ এপ্রিল মাদ্রিদের হিপোড্রোমোতে অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে অ্যাথলেটিক বিলবাও এবং মাদ্রিদ সিএফ প্রতিদ্বন্দ্বিতা করেছিল। অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে পরাজিত করার পর মাদ্রিদ দ্বিতীয়বারের মতো ট্রফিটি লাভ করে।
প্রতিযোগিতা | ১৯০৬ কোপা দেল রে | ||||||
---|---|---|---|---|---|---|---|
| |||||||
তারিখ | ১০ এপ্রিল ১৯০৬ | ||||||
রেফারি | ![]() | ||||||

ম্যাচের বিবরণ
সম্পাদনাআতলেতিকো বিলবাও | ১–৪ | মাদ্রিদ সিএফ |
---|---|---|
উরিবে ২T' | প্রতিবেদন ১ প্রতিবেদন ২ |
ম্যানুয়েল প্রাস্ত ১T' পেদ্রো পারাগেস ২T' ম্যানুয়েল প্রাস্ত ২T' পেদ্রো পারাগেস ২T' |
আতলেতিকো বিলবাও
|
মাদ্রিদ সিএফ
|
|
|
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা