১৯০১–০২ ফুটবল ক্লাব বার্সেলোনা মৌসুম

ফুটবল ক্লাব বার্সেলোনার ১৯০১–০২ ফুটবল মৌসুম

১৯০১–০২ মৌসুম ছিল ফুটবল ক্লাব বার্সেলোনার তৃতীয় মৌসুম।

ফুটবল ক্লাব বার্সেলোনা
১৯০১–০২ মৌসুম
সভাপতিবার্তোমেউ তেরাদাস
কোপা দে লা কোরোনাসিঁওরানারআপ
কোপা মাকায়াপ্রথম
নিজস্ব মাঠে রং
অন্যের মাঠে রং

ঘটনা সম্পাদনা

মৌসুমের প্রথম খেলাটি ছিল হিস্পানিয়া এসির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ যা জোয়ান গাম্পেরের একটি গোলের সুবাদে ১–০ ব্যবধানে জয়ে শেষ হয়। পরের খেলাটি ছিল কাম্প দে লা কারেতেরা ডি'হোর্তাতে প্রথম, এবং গাম্পের আবারো হ্যাট্রিক করে তার দলকে ক্যালিওপের ক্রুদের বিরুদ্ধে ৪–০ ব্যবধানে জয়ী করে।[১]

কয়েক মাস পরে বার্সা ১৯০১–০২ কোপা মাকায়া রৌপ্যপাত্রের প্রথম অফিসিয়াল টুকরা জিতে নেয়। প্রতিযোগিতায় আটটি ম্যাচ খেলা হয়, সেখানে বার্সা ৬০টি গোল করেছিল, যার মধ্যে ১৫টি ২৩ মার্চ ১৯০২-এ ফাইনাল ম্যাচের দিনে ১৫–০ তে কাতালা এসসি-এর বিরুদ্ধে জয় পাওয়ার ম্যাচে হয়। সেখানে উদো স্তেইনবার্গ ৬ গোল করে এবং জোয়ান গাম্পের ও আর্থার লিস্ক একটি করে হ্যাট্রিক করেন।[২]

রাজা আলফনসো ত্রয়োদশের রাজ্যাভিষেকের উৎসবের সাথে মিল রেখে সম্প্রতি প্রতিষ্ঠিত মাদ্রিদ ফুটবল ক্লাব-এর সভাপতি কাতালান হুয়ান পাদ্রোস প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপ কোপা দে লা করোনাসিয়ন আয়োজনের ধারণা করেছিলেন। এটি মাদ্রিদে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং পাঁচটি দল এতে অংশগ্রহণ করেছিল: বার্সা, ক্লাব এস্পানিওল (বর্তমানে রিয়াল ক্লাব দেপোর্তিউ এস্পানিওল), মাদ্রিদ ফুটবল ক্লাব (বর্তমানে রিয়াল মাদ্রিদ), নিউ ক্লাব এবং ক্লাব ভিজকায়া।[৩][৪] প্রতিযোগিতায় ১৩ মে ১৯০২ সালে বার্সেলোনা এবং মাদ্রিদ ফুটবল ক্লাবের মধ্যে প্রথম নথিভুক্ত খেলাটি হয়েছিল, যেখানে স্টেইনবার্গ এবং গাম্পেরের গোলের সৌজন্যে ব্লাউগ্রানা ৩–১ ব্যবধানে বিজয়ী হয়েছিল।[৫] বার্সা প্রতিযোগিতাটির ফাইনালে পৌঁছেছিল, যেখানে তারা বিজকায়ার সাথে ২-১ গোলে পরাজিত হয়েছিল।[৩][৪]

দল সম্পাদনা

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো   ভিসেন্তে রেইহ
গো   লুইস পুয়েয়েস
গো   সামুয়েল মোরিস
  আর্থার উইত্তি
  জর্জ মেয়ের
  এ. জে. স্মার্ট
  আর্তুরি
  পল উইদারকেহ্র
  মিগেল ভালদেস
  ওতো মাইয়ের
  বার্তোমেউ তেরাদাস
  জোসেপ মারিন
  জোসেপ লোবেত
নং অবস্থান খেলোয়াড়
  জেমস মরিস
  হেনরি মরিস
  আর্থুর লিয়াস্ক
  জোসেপ কুইরান্তে
  আলফোনসো আলবেনিজ
  লুইস দে ওসো
  বের্নার্দো লাসালেতা
  জন পারসন্স
  আলফোনসো আলমাসকে
  গুস্তাভো গ্রিন
  জোয়াকিন গার্সিয়া
  হান্স গাম্পের
  উদো স্তেইনবার্গ

ম্যাচ সম্পাদনা

প্রীতি
২৯ সেপ্টেম্বর ১৯০১ বার্সেলোনা১ – ০হিস্পানিয়া এসিবার্সেলোনা
গাম্পের   [১] স্টেডিয়াম: Parc de la Ciutadella
রেফারি: রদ্রিগেজ
২৩ নভেম্বর ১৯০১ বার্সেলোনা৪ – ০কালিওপবার্সেলোনা
গাম্পের    
কোনারে  
[২] স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা ডি'হোর্তা
রেফারি: জন হামিল্তন
৮ ডিসেম্বর ১৯০১ বার্সেলোনা৪ – ১কাতালা এফসিবার্সেলোনা
গাম্পের    
Chown    
[৩] স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা ডি'হোর্তা
রেফারি: রদ্রিগেজ
২৯ ডিসেম্বর ১৯০১ কাতালা এফসি০ – ৮বার্সেলোনাবার্সেলোনা
[৪] গাম্পের     
Català   
গার্সিয়া  
পারসন্স  
স্টেডিয়াম: ভেলোদ্রোমো দে লা বোনানোভা
রেফারি: এশরিচে
স্পেনীয় জিমন্যাস্টিকস ফেডারেশনের পদক
২ মার্চ ১৯০২ আইরিশ এফসি২ – ৭বার্সেলোনাবার্সেলোনা
[৫] লাসালেতা    
একেস    
ওসো    
হারিস  
স্টেডিয়াম: ন্যূ ভেলোদ্রোম
রেফারি: জর্জ মেয়ের
১৬ মার্চ ১৯০২ বার্সেলোনা১২ – ০এফসি ইন্টার্নাসিওনালবার্সেলোনা
ওসো       
লাসালেতা    
হারিস  
একেস  
লোবেত  
[৬] স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা ডি'হোর্তা
রেফারি: আনহেল পোনজ্
১৯ মার্চ ১৯০২ এস্পানিওল০ – ২বার্সেলোনাবার্সেলোনা
[৭] লাসালেতা  
নোবেল  
রেফারি: এ. গার্সিয়া
২৩ মার্চ ১৯০২ বার্সেলোনা৫ – ৩কাতালা এফসিবার্সেলোনা
হারিস    
লাসালেতা    
Eckes  
[৮] রেফারি: জে. মেয়ের
৩১ মার্চ ১৯০২ কাতালুনিয়া এফসি০ – ৪বার্সেলোনাবার্সেলোনা
[৯] লাসালেতা    
লোমেত    
রেফারি: আলকালা দেল ওলমো
৬ এপ্রিল ১৯০২ বার্সেলোনা৬ – ০আইরিশ এফসিবার্সেলোনা
লাসালেতা        
ওসো    
[১০] রেফারি: মাসকারা
১৩ এপ্রিল ১৯০২ বার্সেলোনা৪ – ০আইবেরিয়া এসসিবার্সেলোনা
নোবেল    
লাসালেতা  
আলবেনিজ  
[১১] রেফারি: রিয়েরা
১৩ এপ্রিল ১৯০২ এফসি ইন্তার্নাশিওনাল০ – ৩বার্সেলোনাবার্সেলোনা
[১২] ওসো  
লোবেতা  
ভিদাল  
রেফারি: (প্রথমার্ধ) হিসপের্ত
(দ্বিতীয়ার্ধ) লোফ্রিউ
২০ এপ্রিল ১৯০২ বার্সেলোনা৭ – ০ক্লাব এস্পানিওলবার্সেলোনা
লাসালেতা        
ওসো    
গ্রিন  
[১৩] রেফারি: জেগোয়াদা
২৭ এপ্রিল ১৯০২ কাতালা এফসি১ – ৩বার্সেলোনাবার্সেলোনা
[১৪] ওসো    
লাসালেতা  
রেফারি: মিগেল সানমার্তিন
৪ মে ১৯০২ আইবেরিয়া এসসি১ – ২বার্সেলোনাবার্সেলোনা
[১৫] ওসো     রেফারি: আ. গালিয়ার্দো
৮ মে ১৯০২ বার্সেলোনা১০ – ০কাতালুনিয়া এফসিবার্সেলোনা
লাসালেতা        
নোবেল    
আলবেনিজ    
ওসো    
[১৬] স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা ডি'হোর্তা
রেফারি: জে. মাসকারো
কোপা মাকায়া
২২ ডিসেম্বর ১৯০১ দ্বিতীয় পর্ববার্সেলোনা৭ – ০ক্লাব এস্পানিওলবার্সেলোনা
স্তেইনবার্গ    
গাম্পের   
গার্সিয়া   
[১৭] স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা
রেফারি: সামুয়েল মরিস
১ জানুয়ারি ১৯০২ চতুর্থ পর্ববার্সেলোনা৮ – ০ক্লাব উনিভের্সিতারিবার্সেলোনা
গাম্পের    
স্তেইনবার্গ    
গার্সিয়া   
[১৮] স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা
রেফারি: কারিল
৬ জানুয়ারি ১৯০২ পঞ্চম পর্বহিস্পানিয়া এসি২ – ৪বার্সেলোনাবার্সেলোনা
জে. মরিস  
আ.গো.  
[১৯] আলবেনিজ  
গাম্পের   
জ. পার্সনস্  
স্টেডিয়াম: কাম্প দেল কারের মুনতানের
দর্শক: ৩,০০০
রেফারি: বল
১৯ জানুয়ারি ১৯০২ সপ্তম পর্বক্লাব এস্পানিওল০ – ৪বার্সেলোনাবার্সেলোনা
[২০] গাম্পের   
গার্সিয়া  
স্তেইনবার্গ  
স্টেডিয়াম: কাম্প দেল লাস আরেনাস
রেফারি: এ জে. স্মার্ট
২ ফেব্রুয়ারি ১৯০২ নবম পর্বক্লাব উনিভের্সিতারি০ – ৯বার্সেলোনাবার্সেলোনা
[২১] গাম্পের      
স্তেইনবার্গ   
ওসো  
Vinyas (আ.গো.)  
স্টেডিয়াম: কাম্প দে ল'হোতেল কাসানোভাস
রেফারি: কুইনতানা
১৬ ফেব্রুয়ারি ১৯০২ দশম পর্ববার্সেলোনা১৩ – ০কাতালা এফসিবার্সেলোনা
উইদেরকেহর্       
গাম্পের   
স্তেইনবার্গ  
আলবেনিজ  
আ.গো.   
[২২] স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা
রেফারি: কিং
৯ মার্চ ১৯০২ দ্বাদশ পর্ববার্সেলোনা১ – ০হিস্পানিয়া এসিবার্সেলোনা
১৫:৩০ স্তেইনবার্গ   [২৩] স্টেডিয়াম: কাম্প দে লা কারেতেরা দি'হোত্রা
দর্শক: ৫,৫০০
রেফারি: পার্ক
২৩ মার্চ ১৯০২ চতুর্দশ পর্বকাতালা এফসি০ – ১৫বার্সেলোনাবার্সেলোনা
[২৪] স্তেইনবার্গ       
গাম্পের    
লিয়াস্ক    
জ. পারসন্স   
কুইরান্তে  
স্টেডিয়াম: ভেলোদ্রোমো দে লা বোনানোভা
রেফারি: ওতো জিমেলিন
কোপা দে লা করোনাসিয়ন
১৩ মে ১৯০২ সেমিফাইনালমাদ্রিদ এফসি১ – ৩বার্সেলোনামাদ্রিদ
১১:০০ জনসন   Cihefe
bdfutbol
স্তেইনবার্গ   
গাম্পের   -' (পে.)
স্টেডিয়াম: হিপোদ্রোমো দে লা কাস্তেয়ানা
দর্শক: ২,৫০০
রেফারি: আরানা (বিলবাও)
১৫ মে ১৯০২ ফাইনালবিজকায়া২ – ১ বার্সেলোনা হিপোদ্রোমো, মাদ্রিদ
১৬:০০ আস্তোরকুইয়া   ১০'
কাজেঅক্স   ২০'
আরএসএসএফ
সিহেফে
bdfutbol
জ. পারসন্স   ৭৫' রেফারি:   কার্লোস পাদ্রোস (মাদ্রিদ এফসি)
  • ১ একেস, গোলরক্ষক হিসেবে ক্লাবের হয়ে তার শেষ খেলা খেলেছেন।
  • ২ একই দিনে বার্সেলোনার দ্বিতীয় ম্যাচ।

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Historia del FC Barcelona, Web de los Culés"www.webdelcule.com (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২ 
  2. "Barça Rewind: The first ever title"www.fcbarcelona.com। ২৩ মার্চ ২০২০। ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২২ 
  3. "La Copa de 1902" (স্পেনীয় ভাষায়)। CIHEFE। ১৭ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২ 
  4. "Spain - Cup 1902"RSSSF। ১৫ সেপ্টেম্বর ২০০০। ২১ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২ 
  5. "FC Barcelona - Madrid FC (3 - 1) 13/05/1902"www.bdfutbol.com। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২