হ্যারল্ড পিন্টার
হ্যারল্ড পিন্টার (জন্ম অক্টোবর ১০, ১৯৩০-ডিসেম্বর ২৪, ২০০৮) একজন বিখ্যাত ব্রিটিশ সাহিত্যিক এবং মঞ্চ নির্দেশক। তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০০৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। পিন্টার ১৯৩০ খ্রীষ্টাব্দের ১০ অক্টোবর জন্ম গ্রহণ করেন।
প্রাথমিক জীবনসম্পাদনা
পিন্টার পূর্ব লন্ডনের হ্যাকনিতে জন্ম গ্রহণ করেন। পূর্ব ইউরোপীয় বংশোদ্ভূত ব্রিটিশ ইহুদি পিতামাতার একমাত্র সন্তান ছিলেন তিনি। তার বাবা হাইম্যান জ্যাক পিন্টার (১৯০২-১৯৯৭) ছিলেন একজন দর্জি; তার মা ফ্রান্সিস ছিলেন গৃহিণী।
পিন্টার তার চাচীর দেয়া ভুল ধারণা বিশ্বাস করেছিলেন যে, পরিবারটি সেফারডিক এবং স্প্যানিশ তদন্ত থেকে পালিয়ে গেছে। সেজন্য পিন্টার তার প্রথম কাব্যগ্রন্থের জন্য ছদ্মনাম পিন্টা ব্যবহার করেন। পিন্টারের দ্বিতীয় স্ত্রী লেডি অ্যান্টোনিয়া ফ্রেজারের গবেষণায় এই সাহিত্যিককে অপোক্রিফাল বলে জানা যায়; পিন্টারের দাদা -দাদীর মধ্যে তিনজন পোল্যান্ড থেকে এবং চতুর্থ ওডেসা থেকে এসেছিল, তার পরিবার ছিল আশকেনাজিক।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |