হেমি বাওয়া হলেন একজন ভারতীয় চিত্রশিল্পী এবং ভাস্কর। তাঁর কাজের মাধ্যমের বিস্তৃত পরিসরের মধ্যে রয়েছে অ্যাক্রিলিক ও কাঁচের ওপর চিত্রাঙ্কন এবং ঢালাই কাঁচ, ফাইবার গ্লাস এবং তামা-চালিত কাঁচের তৈরি ভাস্কর্য।[] তিনি বাস্তবিক এবং ধারণাগত সাম্রাজ্যের মধ্যে সম্পর্কের বিষয়টি পদার্থ, রূপ এবং মর্ম দিয়ে অন্বেষণ করেন। বাওয়া বিশ্বাস করেন যে এই শৈল্পিক প্রক্রিয়া দর্শকদের তাঁর কাজের একাধিক ব্যাখ্যা ভাবতে সহায়তা করে।[]

হেমি বাওয়া
জন্ম১৯৪৮[]
দিল্লি, ভারত
পেশাচিত্রশিল্পী
ভাস্কর
পরিচিতির কারণআধুনিক শিল্পকলা
দাম্পত্য সঙ্গীইন্দ্রজিৎ সিং বাওয়া
পুরস্কারপদ্মশ্রী
ওয়েবসাইটWebsite

বাওয়া ১৯৪৮ সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন, ১৯৬২ সালে যখন তিনি চিত্রকর্ম শুরু করেছিলেন তখন কোনও আনুষ্ঠানিক প্রশিক্ষণ তাঁর ছিলনা। []

শিক্ষা ও কর্মজীবন

সম্পাদনা

বাওয়া ত্রিবেণী কলা সঙ্গমে চারুকলা নিয়ে পড়াশোনা করেছিলেন, তার পরে তিনি ঢালাই কাচের শিল্প শিখতে লন্ডনের সেন্ট মার্টিন কলেজে যান।[] পরে, তিনি স্ক্যান্ডিনেভিয়ার কাচ তৈরির কৌশলগুলি অধ্যয়ন করেছিলেন। এরপর তিনি সেই মাধ্যমটিতে এবং তাছাড়াও ধাতু, কাঠ এবং অ্যাক্রিলিকের সংমিশ্রণে কাজ শুরু করেছিলেন।[] ১৯৯৬ সালে, কোকা-কোলা তাঁকে একটি ভাস্কর্যের কাজে নিযুক্ত করেছিল, আটলান্টায় ১৯৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের সময় প্রদর্শন করার জন্য। সেই আট ফুট উঁচু কাজটি এখন নগরীর কোকাকোলা যাদুঘরে প্রদর্শিত হয়। [][] দিল্লিতে গ্লাস ডাইমেনশন প্রদর্শনী এবং ভারত আর্ট ফেয়ার ২০১২ সহ তিনি ভারত এবং বিদেশে একক এবং দলগত প্রদর্শনী করেছেন।[][]

শিল্পকলায় তাঁর অবদানের জন্য ২০০৯ সালে ভারত সরকার তাঁকে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করেছিল।[] ২০১০ সালে প্রকাশিত অলকা পান্ডের একটি বই হেমি বাওয়া তে তাঁর জীবনী ও রচনাগুলি নথিভুক্ত করা হয়েছে।[১০] তিনি এক শিল্পপতি ইন্দ্রজিৎ সিং বাওয়াকে বিবাহ করেছেন এবং এই দম্পতি দিল্লিতে হেইলি রোডে থাকেন।[১১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Hemi Bawa"। ৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১ 
  2. "Padma Shri is a recognition of my art: Hemi Bawa"। Mid Day। ১১ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬ 
  3. "HEMI BAWA"। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১ 
  4. "Harry Winston and Hemi Bawa"। Jot Impex। ২০১৬। ১৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬ 
  5. "Meet the Artist – Hemi Bawa"। Corning Museum of Glass। ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬ 
  6. May 31, india today digital; May 31, 1996 ISSUE DATE:; June 1, 1996UPDATED:; Ist, 2013 11:40। "Sculptor Hemi Bawa's Coke bottle selected for Atlanta Olympics"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২১ 
  7. "India`s glass diva sparkles again"। Zee News। ৪ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬ 
  8. "Hemi Bawa explores the power of present"The Indian Express। ১৫ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬ 
  9. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৬। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৬ 
  10. Pande, Alka (২০১০)। Hemi Bawa। Om Books। আইএসবিএন 9788174367938 
  11. "Artistic impressions"India Today। ১৬ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা
  • "Hemi Bawa 2012"YouTube video। Artspeaks India। ১ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬ 

আরো পড়ুন

সম্পাদনা