হুজুর সাহেব নান্দেড়–জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস

হুজুর সাহেব নান্দেড়–জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৩ টায়ার এক্সপ্রেস ট্রেন, যা মহারাষ্ট্রে অবস্থিত হুজুর সাহেব নান্দেড় রেলওয়ে স্টেশন এবং জম্মু-কাশ্মীরের জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে একবার ১২৭৫১ / ১২৭৫২ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবজম্মু-কাশ্মীরের মধ্যে চলাচল করে।[১][২][৩][৪]

হুজুর সাহেব নান্দেড়–জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনহামসফর এক্সপ্রেস
প্রথম পরিষেবা৫ অক্টোবর ২০১৮; ৫ বছর আগে (2018-10-05)
বর্তমান পরিচালকদক্ষিণ মধ্য রেল
যাত্রাপথ
শুরুহুজুর সাহেব নান্দেড় (এনইডি)
বিরতি২১
শেষজম্মু তাওয়াই (জেএটি)
ভ্রমণ দূরত্ব২,০৪৯ কিমি (১,২৭৩ মা)
যাত্রার গড় সময়৩৭ঘ.
পরিষেবার হারসাপ্তাহিক [ক]
রেল নং১২৭৫১ / ১২৭৫২
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি ৩ টায়ার
আসন বিন্যাসনেই
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাউপলব্ধ
পর্যবেক্ষণ সুবিধাবড় জানালা
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভারএলএইচবি হামসফর
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতিগড় গতিবেগ ৫৫ কিমি/ঘ (৩৪ মা/ঘ)

কোচের বৈশিষ্ট্য

সম্পাদনা

ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।

পরিষেবা

সম্পাদনা

১২৭৫১ নং হুজুর সাহেব নান্দেড়–জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস ৫৫ কিমি প্রতি ঘন্টা বেগে শুক্রবার হুজুর সাহেব নান্দেড় থেকে যাত্রা শুরু করে ৩৭ ঘন্টায় ২০৪৯ কিমি এবং ১২৭৫২ নং ট্রেনটি বৃহস্পতিবার ৫৫ কিমি প্রতি ঘন্টা বেগে রবিবার জম্মু তাওয়াই থেকে যাত্রা করে ৩৭ ঘন্টা ২০ মিনিটে ঐ দূরত্ব অতিক্রম করে।

লোকো লিংক

সম্পাদনা

এই ট্রেনটি পুণে ডিজেল লোকো শেড ডব্লিউডিপি-৪ডি লোকোমোটিভ দ্বারা হুজুর সাহেব নান্দেড় থেকে অকোলা পর্যন্ত যায়। বাকি পথ অকোলা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত গাজিয়াবাদ ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৭ লোকোমোটিভ দ্বারা চলে।

পথ ও যাত্রাবিরতি

সম্পাদনা
  1. উভয় দিকে সপ্তাহে এক দিন

তথ্যসূত্র

সম্পাদনা