হিমানি কাপুর

ভারতীয় গায়িকা

হিমানি কাপুর একজন ভারতীয় গায়িকা এবং সা রে গা মা পা চ্যালেঞ্জ ২০০৫ এর ফাইনালিস্ট। তিনি জি টিভিতে করণ ওবেরয়ের সাথে "অন্তক্ষরী" নামে একটি অনুষ্ঠানও উপস্থাপনা করেছিলেন। তিনি স্টার প্লাসের জো জিতা ওহি সুপারস্টারেও অংশ নিয়েছিলেন। তিনি অরিজিৎ সিং রচিত "থোডে কাম আজনবী" নামে পাগলাইতে গান গেয়ে ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন।

হিমানি কাপুর
জন্ম২৪ আগস্ট ১৯৮৮
উদ্ভবফরিদাবাদ, হরিয়ানা, ভারত
ধরনসঙ্গীত
পেশাগায়িকা
বাদ্যযন্ত্রকণ্ঠস্বর
কার্যকাল২০০৫–বর্তমান

কর্মজীবন সম্পাদনা

তিনি স্টার প্লাসে মিউজিক কা মাহা মুকাব্লা নামে একটি শোতে মিকা কি শেরনি চরিত্রে ও অংশ নিয়েছিলেন। তিনি ২০০৭ সালে হিমেশ রেশমিয়ার সাথে তার বিশ্ব ভ্রমণ শেষ করেছিলেন এবং ২০ টি বিভিন্ন দেশে পারফর্ম করেছেন।[ তথ্যসূত্র প্রয়োজন ]

'দিল দিয়া হ্যায়', 'আপ কি খাতির', 'চিঙ্গারি', 'বাচনা এ হাসিনো', 'ফুল এন ফাইনাল', 'ওয়ে লাকী'-তে গান গেয়েছেন তিনি। শুভ কামনা! এবং ব্যান্ড বাজা বারাত[১]

২০০৮ সালে মহিলা দিবসে হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা হিমানিকে একটি পুরস্কার দিয়েছিলেন। তিনি ২০১০ সালে নারী দিবস উপলক্ষে ইন্দিরা গান্ধীকে উত্সর্গীকৃত একটি গান প্রকাশ করেছিলেন। [২]

ডিসকোগ্রাফি সম্পাদনা

হিমানি কাপুরের রেকর্ড করা গানের তালিকা
বছর চলচিত্র গান সহ-গায়ক সুরকার
২০০৬ চিঙ্গারি জব জব সাইয়্যান - আদেশ শ্রীবাস্তব
আপ কি খাতির তু হি মেরা - হিমেশ রেশমিয়া
দিল দিয়া হ্যায় দিল দিয়া হিমেশ রেশমিয়া
ভালো ছেলে, খারাপ ছেলে মেরি আওয়ারগি
২০০৭ বোকা ও ফাইনাল তেরে লায়ে কুনাল গাঞ্জাওয়ালা
২০০৮ ওহে ভাগ্যবান! ভাগ্যিস ওয়ে! [৩] হুরিয়ান ব্রিজেশ শাণ্ডিল্য স্নেহা খানওয়ালকার
বাচনা এ হাসিনো [৪] যোগী মাহি শেখর রাভজিয়ানি, সুখবিন্দর সিং বিশাল-শেখর
২০১০ ব্যান্ড বাজা বারাত [৫] দমদম বেনি দয়াল সেলিম-সুলাইমান
বেনি অর বাবলু জবসে দিল দিয়া হ্যায় সুখবিন্দর সিং আমজাদ নাদিম
২০১৯ মতিচুর চাকনাচুর [৬] আজ জাগে রেহেনা সিদ্ধার্থ অমিত ভাবসার সিদ্ধার্থ অমিত ভাবসার
২০২১ প্যাগলাইট [৭] থোদে কাম আজনবি - অরিজিৎ সিং
থোদে কাম আজনবী (পুনরায়) অরিজিৎ সিং
তুফান স্টার হ্যায় তু সিদ্ধার্থ মহাদেবন, দিব্যা কুমার শঙ্কর-এহসান-লয়
২০২২ আমি বসন্তরাও তেরে দার সে রাহুল দেশপান্ডে
২০২৩ ছত্রিওয়ালী টুট হাই গয়া দুর্গেশ আর রাজভট্ট
সত্যপ্রেম কি কথা আজ কে বাদ (পুনরায়) মনন ভরদ্বাজ
ডোনো খাট্ট মিথিয়াঁ" শংকর-এহসান-লয়
হিমানি কাপুরের রেকর্ড করা এককদের তালিকা
বছর একক সহ-গায়ক সুরকার
২০১৭ মেহেন্দি - মনন ভরদ্বাজ
২০১৮ নয়না দি বন্দুক -
আল্লাহ হায় আল্লাহ - শ্রী কুলদীপ সিং
২০১৯ শিখায়তেন - রিমি ধর
মাতি -
চান ভি গাওয়াহ মাধব মহাজন মাধব মহাজন
২০২০ দাগা - মনন ভরদ্বাজ
তেনু কদ্দি না ছদ্দান - শ্রীরাম আইয়ার
২০২১ তু হ্যায় দরিয়া দুর্গেশ রাজভট্ট দুর্গেশ রাজভট্ট

সঙ্গীত সম্পাদনা

  • মেরি মা / মা তু সত্যি অনেক রানি মা - মা দিবস বিশেষ - ২০১৬
  • আব কে সাওয়ান - বর্ষা বিশেষ - ২০১৬

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Singer Himani Kapoor opens up on her Bollywood journey so far"Times of India। জুলাই ১৩, ২০১৮। 
  2. "I have my Bhabhis and my sisters in the track: Himani Kapoor on 'Mehandi'"Radio and Music। ডিসেম্বর ১২, ২০১৭। 
  3. Hungama, Bollywood। "Oye Lucky! Lucky Oye! Music Review - Bollywood Hungama"Bollywood Hungama (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০২ 
  4. "Bachna Ae Haseeno - music review by Aakash Gandhi - Planet Bollywood"planetbollywood.com। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০২ 
  5. "Music review: Band Baaja Baaraat"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০১০-১১-১০। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০২ 
  6. Chakravarthy, Swarup (২০১৯-১১-০৬)। "Motichoor Chaknachoor Music Review"BollySpice.com - The latest movies, interviews in Bollywood (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০২ 
  7. "Arijit Singh on composing music for 'Pagglait'"www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০২ 

বহিঃসংযোগ সম্পাদনা