হিমাচল প্রদেশের জেলাসমূহের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের প্রতিটি জেলা ঐ রাজ্যের ভৌগোলিক ও প্রশাসনিক একক৷ প্রতিটি জেলা একজন নির্দিষ্ট ও নির্বাচিত ভারতীয় ডেপুটি কমিশনার বা ভারতীয় প্রশাসনিক সেবা-এর অধীনস্থ জেলাধিকারিক এর তত্ত্বাবধানে চালিত হয়৷ মাননীয় জেলাধিকারিক বা ডেপুটি কমিশনার একাধিক অধস্তন সরকারি পদকপ্রাপ্ত কর্মকর্তা(অফিসার), যারা হিমাচল প্রশাসনিক সেবা বা হিমাচল রাজ্যস্তরের অনুমোদনপ্রাপ্ত, তাদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হন৷

একজন নির্বাচিত জেলা বিচারক ঐ জেলার বিচারব্যবস্থার প্রধান হিসাবে নিযুক্ত হন, যিনি রাজ্যের মুল বিচার ব্যাবস্থার সাথে জেলার যোগসাধন করেন৷

ভারতীয় পুলিশ জনসেবা বিভাগের অধীনস্থ একজন ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট ঐ নির্দিষ্ট জেলার আইন ও আইন সংক্রান্ত দিকগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন৷ তিনি অধস্তন হিমাচল প্রদেশ পুলিশ সেবার কর্মকর্তাদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হন৷

প্রতি জেলাতে ভারতীয় বনবিভাগের অধীনস্থ একজন ডেপুটি বনাঞ্চল সংরক্ষণ আধিকারিক নিযুক্ত থাকেন, যিনি ঐ জেলার বনাঞ্চল, পরিবেশ সংক্রান্ত ও বন্যপ্রাণ সংরক্ষণের দায়িত্বে থাকেন৷ তিনি হিমাচল প্রদেশ বনবিভাগের অধস্তন ও অন্যান্য বনাঞ্চল ও বন্যপ্রাণ সংরক্ষণের কর্মকর্তাদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হন৷

এছাড়া পুর্ত, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রাণীজ সম্পদ রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিভাগের উন্নতিসাধন ও যোগস্থাপনের জন্য জেলাভিত্তিক আলাদা আলাদা কর্মকর্তা ও ডেপুটি আধিকারিককে নিযুক্ত করা হয়৷

বিভাগ জেলাসমূহ[]
কাংড়া চাম্বা, কাংড়া, উনা
মণ্ডী বিলাসপুর, হামিরপুর, কুলু, লাহুল এবং স্পিতি, মণ্ডী
শিমলা কিন্নর, শিমলা, সিরমৌর, সোলান

জেলাগুলির তালিকা

সম্পাদনা
জেলা সদর[] মানচিত্র
উনা জেলা উনা  
কাংড়া জেলা ধর্মশালা  
কিন্নর জেলা রিকং পিও  
কুলু জেলা কুলু  
চাম্বা জেলা চাম্বা  
বিলাসপুর জেলা বিলাসপুর  
মণ্ডী জেলা মণ্ডী  
লাহুল এবং স্পিতি জেলা কেলং  
শিমলা জেলা শিমলা  
সিরমৌর জেলা নাহান  
সোলান জেলা সোলান  
হামিরপুর জেলা হামিরপুর  

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "State of Himachal Pradesh At a Glance" (পিডিএফ)। Department of Land Records, Government of Himachal Pradesh। ৯ জানুয়ারি ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৬ 
  2. "Uttarakhand - districts of India: Know India"। National Portal of India। ২০০৯-০২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৪