হিপ ১৩০৪৪ বি পৃথিবীর ছায়াপথে আবিষ্কৃত একটি গ্রহ যা একটি বিলীয়মান তারকা কেন্দ্র করে প্রতি ১৬.২ দিনে আবর্তিত হচ্ছে। ২০১০ খ্রিষ্টাব্দের ১৯ নভেম্বর আবিষ্কৃত এই গ্রহটি আকৃতিতে বেশ বড়: বৃহস্পতি গ্রহের ১.২৫ গুণ। এর আগেও সৌরজগতের বাইরে প্রায় পাঁচ শত গ্রহের অবস্থান নির্ণীত হয়েছে কিন্তু দূরত্বের কারণে সেগুলো সম্পর্কে বেশি কিছু জানা যায় নি। সে হিসাবে হিপ ১৩০৪৪ বি-এর আবিষ্কার জ্যোতিবির্জ্ঞানীদের জন্য নভোমণ্ডল সম্পর্কে আরো তথ্য সংগ্রহের বিশেষ সুযোগ এনে দিয়েছে। [৪] তারকাটির হিপ ১৩০৪৪ নামে চিহ্নিত। এটি পৃথিবী থেকে প্রায় ২,০০০ আলোকবর্ষ দূরত্বে অবস্থিত বলে পরিমাপ করা হয়েছে।[৫]

হিপ ১৩০৪৪ বি
(HIP 13044 b)
বহির্গ্রহ বহির্গ্রহসমূহের তালিকা

Artist's impression of HIP 13044 b.
মাতৃ তারা
তারা HIP 13044
তারামণ্ডল Fornax
বিষুবাংশ (&আলফা;)  ০২ ৪৭মি ৩৭.৪৪২৩সে[১]
বিষুবলম্ব (&ডেল্টা;) −৩৬° ০৬′ ২৭.০৫১″[১]
আপাত মান (mV) 9.94[২]
দূরত্ব2286 ± 65 ly
(701 ± 20[২] পিসি)
বর্ণালীর ধরণ F2[১]
ভর (m) 0.8 ± 0.1[২] M
ব্যাসার্ধ (r) 6.7 ± 0.3[২] R
তাপমাত্রা (T) 6025 ± 63[২] K
ধাতবতা [Fe/H] -2.09 ± 0.26[২]
বয়স >9[২] Gyr
কক্ষপথের রাশি
অর্ধ-মুখ্য অক্ষ(a) 0.116 ± 0.001[২] AU
উৎকেন্দ্রিকতা (e) 0.25 ± 0.05[২]
কক্ষীয় পর্যায়কাল(P) 16.2 ± 0.3[২] d
পেরিয়াপসিস বক্তব্য (ω) 219.8 ± 1.8[২]&ডিগ্রি;
ভৌত বৈশিষ্ট্যসমূহ
নূন্যতম ভর(m sin i)1.25 ± 0.05[২] MJ
আবিষ্কারের তথ্য
আবিষ্কারের তারিখ November 2010
আবিষ্কারক(সমূহ) Johny Setiawan et al.[৩]
আবিষ্কারের পদ্ধতি Radial velocity
আবিষ্কারের অবস্থা Published
ডাটাবেস তথ্যসূত্র
বহির্গ্রহ বিশ্বকোষডেটা
সিম্বাদডেটা
এক্সওগ্রহের সংরক্ষাণাগারডেটা
ওপেন এক্সওপ্লানেট ক্যাটালগডেটা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "SIMBAD query result"। সংগ্রহের তারিখ ২০১০-১১-১৯ 
  2. "Notes for star HIP 13044"। exoplanet.eu। সংগ্রহের তারিখ ২০১০-১১-২২ 
  3. "A Giant Planet Around a Metal-Poor Star of Extragalactic Origin"। সংগ্রহের তারিখ ২০১০-১১-১৯ 
  4. HIP 13044 B: Our Galaxy Gets A Planetary Immigrant
  5. Planet from Another Galaxy Discovered

বহিঃসংযোগ সম্পাদনা