হিন্দু রাজ (উর্দু: سلسلہ کوہ ہندو راج‎‎) হিন্দুকুশ এবং কারাকোরাম পর্বতমালার মধ্যবর্তী উত্তর পাকিস্তানের একটি পর্বতমালা। এর সর্বোচ্চ চূড়া হলো কোয়ো জোম, যার উচ্চতা ৬,৮৭২ মিটার (২২,৫৪৬ ফুট)। অন্যান্য উল্লেখযোগ্য শৃঙ্গগুলির মধ্যে রয়েছে বুনি জোম,[১] ঘামুবার জোম এবং গুল লাশ্ট জোম। কোনও ৮০০০ বা ৭০০০ মিটার শৃঙ্গের অনুপস্থিতির কারণে, এর পার্শ্ববর্তী পর্বতমালাগুলোর তুলনায় কম সুপরিচিত।

হিন্দুরাজ
ফালাক শের
সর্বোচ্চ বিন্দু
শিখরকোয়ো জম
উচ্চতা৬,৮৭২ মিটার (২২,৫৪৬ ফুট)
নামকরণ
স্থানীয় নামسلسلہ کوہ ہندو راج {{স্থানীয় নামের পরীক্ষক}} ত্রুটি: প্যারামিটারের মান ত্রুটিপূর্ণ (সাহায্য)
ভূগোল
হিন্দু রাজ পাকিস্তান-এ অবস্থিত
হিন্দু রাজ
রাজ্যখাইবার পাখতুনখোয়া, গিলগিত-বালতিস্তান (পাকিস্তান)
রেঞ্জের স্থানাঙ্ক৩৬°১৯′৪২″ উত্তর ৭২°৫৯′৫৫″ পূর্ব / ৩৬.৩২৮৪০৩° উত্তর ৭২.৯৯৮৬৫৭° পূর্ব / 36.328403; 72.998657

তথ্যসূত্র সম্পাদনা

  1. বুনি জোম হিন্দু রাজে নাকি হিন্দুকুশে তা নিয়ে মতভেদ আছে।