হিতোশি সুগাই

জাপানি জুডোকা

হিতোশি সুগাই (須貝 等, Sugai Hitoshi, জন্ম ২৯ ডিসেম্বর, ১৯৬২; ফুরুবিরা, হোক্কাইদো) একজন জাপানি জুডো খেলোয়াড়।

হিতোশি সুগাই
পদকের পরিসংখ্যান
প্রতিনিধিত্ব করেন  জাপান
পুরুষদের জুডো
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
সোনা - প্রথম স্থান ১৯৮৫ সিউল -৯৫ কেজি
সোনা - প্রথম স্থান ১৯৮৭ ইসেন -৯৫ কেজি
এশিয়ান গেমস
রূপা - দ্বিতীয় স্থান ১৯৮৬ সিউল -৯৫ কেজি

১২ বছর বয়স থেকেই তিনি জুডো খেলা শুরু করেন।[১]

তিনি ১৯৮৫ ও ১৯৮৭ সালে পরপর দুটি বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করেন।

সুগাই পরবর্তীতে ১৯৮৮ সালে সিউলে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নেন কিন্তু প্রথম রাউন্ডেই ফ্রান্সের স্টিফেন ট্রাইন্যুর কাছে পরাজিত হন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "近代柔道 1989年9月号 ZOOM IN 素顔 須貝等"। Baseball Magazine Sha Co., Ltd। ১৯৮৯-০৯-২০। 

বহিঃসংযোগ

সম্পাদনা