হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র
হিঙ্গলগঞ্জ (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলি জাতি এর জন্য সংরক্ষিত ছিল।
হিঙ্গলগঞ্জ | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৮′২৪″ উত্তর ৮৮°৫৮′২৩″ পূর্ব / ২২.৪৭৩৩৩° উত্তর ৮৮.৯৭৩০৬° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | উত্তর চব্বিশ পরগনা |
কেন্দ্র নং. | ১২৬ |
আসন | তফসিলি জাতি এর জন্য সংরক্ষিত |
লোকসভা কেন্দ্র | ১৮. বসিরহাট |
এলাকা
সম্পাদনাভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ১২৬ নং হিঙ্গলগঞ্জ (এসসি) বিধানসভা কেন্দ্রটি হিঙ্গলগঞ্জ সমষ্টি উন্নয়ন ব্লক এবং ভবানীপুর -১, হাসনাবাদ, পাটলিখানপুর, বরুনহাট রামেশ্বরপুর এবং ভবানীপুর -২ গ্রাম পঞ্চায়েত গুলি হাসনাবাদ সমষ্টি উন্নয়ন ব্লক এবং খুলনা গ্রাম পঞ্চায়েত সন্দেশকখালি সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[১]
- কালিতলা,যোগেশ্বগঞ্জ, সাহেব খালি ও গোবিন্দকাটী পঞ্চায়েত এর অন্তর্গত। মূলত এই দ্বীপগুলো নদী বেস্টিত। এখানকার প্রধান জীবিকা ধরা ও মধু সংগ্রহ করা।
হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রটি ১৮ নং বসিরহাট লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক
সম্পাদনানির্বাচনের বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৬৭ | হিঙ্গলগঞ্জ | বি.এন.ব্রহ্মচারী | নির্দল[২] |
১৯৬৯ | হাজারিলাল মণ্ডল | ভারতের কমিউনিস্ট পার্টি [৩] | |
১৯৭১ | ললিত কুমার ঘোষ | ভারতীয় জাতীয় কংগ্রেস [৪] | |
১৯৭২ | গোপাল চন্দ্র গায়েন | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [৫] | |
১৯৭৭ | সুধাংশু মণ্ডল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [৬] | |
১৯৮২ | সুধাংশু মণ্ডল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [৭] | |
১৯৮৭ | সুধাংশু মণ্ডল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [৮] | |
১৯৯১ | নৃপেন গায়েন | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [৯] | |
১৯৯৬ | নৃপেন গায়েন | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১০] | |
২০০১ | নৃপেন গায়েন | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১১] | |
২০০৬ | গোপাল গায়েন | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১২] | |
২০১১ | আনন্দময়ী মণ্ডল | ভারতের কমিউনিস্ট পার্টি [১৩] | |
২০১৬ | দেবেশ মণ্ডল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
নির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১১
সম্পাদনা২০১১ সালের নির্বাচনে, সিপিআইয়ের আনন্দময়ী মণ্ডল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দেবেশ মণ্ডলকে পরাজিত করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: হিঙ্গলগঞ্জ (এসসি) কেন্দ্র [১৩][১৪] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
সিপিআই | আনন্দময়ী মণ্ডল | ৭২,৭৪১ | ৪৫.৭৫ | -৫.৬৭ | |
তৃণমূল | দেবেশ মণ্ডল | ৭১,৭২৬ | ৪৫.১১ | +১.১৩# | |
বিজেপি | রতিকান্ত বাউলিয়া | ৭,৫৩৩ | ৪.৭৪ | ||
নির্দল | পরিমল মিস্ত্রি | ২,৩৬৮ | |||
বিএসপি | আলিপদ পাইক | ১,৮৪৬ | |||
পিডিসিআই | সুনিল মণ্ডল | ১,৭২৭ | |||
আরজেপি | নির্মল কুমার বিশ্বাস | ১,০৪৬ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৮,৯৮৭ | ৮৫.৯৮ | |||
সিপিআই নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | -৬.৮০# |
১৯৭৭-২০০৬
সম্পাদনা২০০৬ সালের বিধানসভা নির্বাচনে,[১২] সিপিআই (এম) এর গোপাল গায়েন হিঙ্গলগঞ্জ (এসসি) বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দেবেশ মণ্ডলকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। সিপিআই (এম) এর নৃপেন গায়েন ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের সৌরেন্দ্র মন্ডলকে পরাজিত করেন,[১১] ১৯৯৬ সালে কংগ্রেসের বিদ্যুৎ কয়ালকে[১০] এবং কংগ্রেসের শঙ্কর রায়কে ১৯৯১ সালে পরাজিত করেন।[৯] সিপিআই (এম) এর সুধাংশু মন্ডল ১৯৮৭ সালে কংগ্রেসের আদিত্য মন্ডলকে পরাজিত করেন।[৮] এবং ১৯৮২ সালে কংগ্রেসের অমল কৃষ্ণ মিস্ত্রিকে [৭] ১৯৭৭ সালে জনতা পার্টির অমল কৃষ্ণ মিস্ত্রিকে পরাজিত করেন।[৬][১৫]
১৯৬৭-১৯৭২
সম্পাদনাসিপিআইয়ের অনিল চন্দ্র মন্ডল ১৯৭২ সালে জয়ী হন।[৫] সিপিআই (এম) এর গোপাল চন্দ্র গায়েন ১৯৭১ সালে জয়ী হন।[৪] সিপিআইয়ের হাজারী লাল মণ্ডল ১৯৬৯ সালে জয়ী হন।[৩] নির্দলের বি.এন. ব্রহ্মচারী ১৯৬৭ সালে জয়ী হন।[২] এর আগে হিঙ্গলগঞ্জ কেন্দ্রটি বিদ্যমান ছিল না।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "West Bengal Assembly Election 2011"। Hingalganj (ইংরেজি ভাষায়)। Empowering India। ১৩ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১১।
- ↑ "99 - Hingalganj (SC) Assembly Constituency"। ১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১০।