হার্বার্ট স্পেন্সার
হার্বার্ট স্পেন্সার (২৭ এপ্রিল ১৮২০ – ডিসেম্বর ৮, ১৯০৩) ভিক্টোরিয়ান যুগের একজন প্রখ্যাত ইংরেজ দার্শনিক, জীববিজ্ঞানী, নৃতাত্ত্বিক, সমাজবিজ্ঞানী এবং ধ্রুপদী উদারতাবাদ ও রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম প্রধান চিন্তাবিদ।
![]() হার্বার্ট স্পেন্সার | |
জন্ম | ডার্বি, ডার্বিশায়ার, ইংল্যান্ড | ২৭ এপ্রিল ১৮২০
---|---|
মৃত্যু | ৮ ডিসেম্বর ১৯০৩ ব্রাইটন, সাসেক্স, ইংল্যান্ড | (বয়স ৮৩)
জাতীয়তা | ব্রিটিশ |
যুগ | ১৯-শতকের দর্শন |
অঞ্চল | পশ্চিমা দর্শন |
ধারা | বিবর্তনবাদ, দৃষ্টবাদ, ধ্রুপদী উদারতাবাদ |
আগ্রহ | বিবর্তন, দৃষ্টবাদ, অবাধনীতি, উপযোগবাদ |
অবদান | সামাজিক ডারউইনবাদ, সার্ভাইভাল অভ দ্য ফিটেস্ট |
স্বাক্ষর | ![]() |
ঊনবিংশ শতাব্দীতে ফরাসি সমাজবিজ্ঞানী ওগুস্ত কোঁত দর্শনের জগতে দৃষ্টবাদী দর্শন নামে নতুন যে ধারার প্রচলন করেন, হার্বার্ট স্পেন্সার সে ধারার অন্যতম বাহক। কোঁতের ন্যায় তিনি দৃষ্টবাদ শব্দটি ব্যবহার না করলেও দৃষ্টবাদের মূল বৈশিষ্ট্য তার দর্শনে বিদ্যমান থাকায়, অর্থাৎ তিনিও প্রাকৃতিক বিজ্ঞানের প্রেক্ষিতে রাষ্ট্র, সমাজ, সরকার এবং রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক ব্যাখ্যা করায় রাষ্ট্র দর্শনের বিশিষ্ট ভাষ্যকারগণ তাকে দৃষ্টবাদী গোষ্ঠীর অন্তর্ভুক্ত ঘোষণা করেন। তিনি প্রাকৃতিক বিজ্ঞানের শাখাগুলোর মধ্যে জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে হার্বার্ট স্পেন্সার সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে: হার্বার্ট স্পেন্সার |
- জীবনী
- Herbert Spencer স্ট্যানফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ ফিলোসফি-র ভুক্তি, লিখেছেন David Weinstein, 2008-02-27
- Herbert Spencer entry in the Internet Encyclopedia of Philosophy by William Sweet
- Review materials for studying Herbert Spencer
- Spencer, Herbert"। ব্রিটিশ বিশ্বকোষ (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। [[বিষয়শ্রেণী:উইকিসংকলনের তথ্যসূত্রসহ ১৯১১ সালের এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে উইকিপিডিয়া নিবন্ধসমূহে একটি উদ্ধৃতি একত্রিত করা হয়েছে]] চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "
- Long, Roderick. Herbert Spencer: Libertarian Prophet, The Freeman (July/August 2004)
- Richards, Peter. Herbert Spencer: Social Darwinist or Libertarian Prophet?, Mises Institute.