হার্বার্ট গোল্ডস্টেইন

মার্কিন পদার্থবিজ্ঞানী

হার্বার্ট গোল্ডস্টেইন একজন মার্কিন পদার্থবিজ্ঞানী এবং আদর্শ গ্র্যাজুয়েট পাঠ্যবই Classical Mechanics এর রচয়িতা। তিনি সিটি কলেজ অব নিউ ইয়র্ক থেকে ১৯৪০ সালে বিএস এবং ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ১৯৪৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৪২ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত তিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজির রেডিয়েশন ল্যাবরেটরীতে কর্মরত ছিলেন। ১৯৪৬ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর পদার্থবিজ্ঞান বিভাগের ইন্সট্রাক্টর ছিলেন। ১৯৫২ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত ব্র্যান্ডেইজ বিশ্ববিদ্যালয় এ পদার্থবিজ্ঞান বিভাগে ভিজিটিং সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। [১][২]

হার্বার্ট গোল্ডস্টেইন
১৯৬২ সালে হার্বার্ট গোল্ডস্টেইন
জন্ম(১৯২২-০৬-২৬)২৬ জুন ১৯২২
মৃত্যু১২ জানুয়ারি ২০০৫(2005-01-12) (বয়স ৮২)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনসিটি কলেজ অব নিউ ইয়র্ক (বিএস, ১৯৪০)
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি (পিএইচডি, ১৯৪৩)
পুরস্কারআর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ড (১৯৬২)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
কলাম্বিয়া ইউনিভার্সিটি

তথ্যসূত্র সম্পাদনা