হার্পিস সিমপ্লেক্স

হার্পিস সিমপ্লেক্স (ইংরেজি: Herpes simplex) হল হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের দ্বারা সৃষ্ট একটি ভাইরাসঘটিত রোগ। এই রোগ মুখে সংক্রমণ ঘটালে তাকে ওরাল হার্পিস বা জ্বরঠোসা বলা হয়ে থাকে। এটি মূলত হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ-১ (HSV-1) -এর সংক্রামণের ফলে হয়।.[২]জেনিটাল হার্পিস হল যৌনাংগের সংক্রমণ এবং মূলত সিমপ্লেক্স ভাইরাস টাইপ-২ (HSV-2) সংক্রমণের ফলে হয়।[১] হার্পিস সিমপ্লেক্স ভাইরাস (HSV-1) চোখে, হাতে, এমনকী মস্তিষ্কেও সংক্রমণ ঘটাতে পারে।

জ্বরঠোসা বা হার্পিস সিমপ্লেক্স
প্রতিশব্দঠান্ডা ঘা, জ্বর ফোস্কা
Herpes(PHIL 1573 lores).jpg
নীচের ঠোঁটের হার্পিস ল্যাবিয়ালিস। একটি তীর দ্বারা চিহ্নিত একটি গ্রুপে ফোস্কা চিহ্নিত করা হয়েছে।
উচ্চারণ
বিশেষত্বসংক্রামক রোগ
লক্ষণফোসকাগুলি ফেঁটে যায় এবং ছোট ঘাঁ গঠন করে, জ্বর, স্ফীত লিম্ফ নোড[১]
স্থিতিকাল২–৪ সপ্তাহ[১]
কারণহার্পিস সিমপ্লেক্স ভাইরাস সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়ায়[১]
ঝুঁকির কারণঅনাক্রম্যতা ক্রিয়া হ্রাস,মানুষিক চাপ, সূর্যালোক[২][৩]
রোগনির্ণয়ের পদ্ধতিলক্ষণগুলির উপর ভিত্তি করে, পিসিআর, ভাইরাল কালচার[১][২]
ঔষধঅ্যাসাইক্লোভির, ভ্যালাসিক্লোভির, প্যারাসিটামল (অ্যাসিটামিনোফেন), টপিক্যাল লিডোকেন[১][২]
সংঘটনের হার৬০–৯৫% (বয়স্কদের)[৪]

সংক্রমণসম্পাদনা

 
Herpes infection

মুখের হার্পিস ও যৌনাংগের হার্পিস উভয়ই সংক্রামিত ব্যক্তির দেহ রসের মাধ্যমে ছড়িয়ে পড়ে ।[১] যৌনাংগে HSV-2র সংক্রমণ থাকা ব্যক্তির সাথে যৌনসংগম করলে এইরোগ সংক্রমণ হতে পারে। এই ক্ষেত্রে বাইরের থেকে উক্ত ব্যক্তির হার্পিস আছে এমন ধারণা করা সম্ভব হয় না ও আক্রান্ত ব্যক্তিও তার রোগ সম্পর্কে জ্ঞাত না হতে পারে। .[২]

লক্ষণ ও উপসর্গসম্পাদনা

HSV-1 মূলত শিশু বয়সে অর্জিত হয়। এক্ষেত্রে সংক্রামিত মায়ের থেকে শিশু দেহে ছড়িয়ে পড়ে। এই ভাইরাস মুখে,চোখে, হাতে, এমনকী মস্তিষ্কেও সংক্রমণ ঘটাতে পারে।[১] বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি জানতেই পারে না যে সে HSV-2তে আক্রান্ত। [৪] সাধারণত এই ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার দুসপ্তাহ পর শরীরের বাইরে এর প্রকাশ ঘটে। এর ঘাঁগুলি দুই থেকে চার সপ্তাহর ভিতর শরীরে ফুটে ওঠে। ঘাঁগুলি সাধারণত যৌনাংগ বা মলদ্বারের কাছে একটা বা একাধিক গুটির মতো দেখা দেয়। প্রথমে এই গুটিগুলি দেখা দেওয়ার পরে এইগুলি ফেটে গিয়ে স্পর্শকাঁতর ঘাঁ হয়ে যায়। এই ঘাঁগুলি ঠিক হতে ২ থেকে চার সপ্তাহ সময় লাগে। এর কয়েক সপ্তাহ কয়েক মাস পর গুটিগুলি পুনরায় দেখা দেয়। অবশ্য পরেরবার ঘাঁগুলি আগের বারের চেয়ে কম ভয়াবহ হয় ও সময় মতো শুকায়। এই সংক্রমণ শরীরে অনির্দিষ্ট কাল পর্যন্ত থাকতে পারে। অবশ্য একবছরের ভিতর এই ঘাঁর পরিমাণ ধীরে ধীরে কমতে আরম্ভ করে। এর অন্যান্য উপসর্গ গুলি হ’ল- ফ্লুর মতো জ্বর, গ্রন্থি ফুলে ওঠা । [১]

চিকিৎসাসম্পাদনা

Herpes shedding[৫]
HSV-2 genital 15–25% of days
HSV-1 oral 6–33% of days
HSV-1 genital 5% of days
HSV-2 oral 1% of days

হার্পিস সম্পূর্ণ নিরাময়ের কোন চিকিৎসা (প্রতিষেধক) নেই। কিন্তু প্রতিরোধের ঔষধ খেয়ে ঘাঁগুলি প্রতিরোধ করা ও কম দিন থাকার চিকিৎসা করা যায়। সংক্রমণ হওয়ার থেকে রক্ষা করা যায়। [৬]

প্রতিরোধসম্পাদনা

 
Barrier protection, such as a condom, can reduce the risk of herpes transmission.

যেকোনো যৌন সংক্রমণ প্রতিরোধের উচিত উপায় হ’ল-যৌন সম্পর্ক না করা অথবা যৌন সংক্রামক রোগ না থাকা একজন ব্যক্তিকে যৌন সংগী করে নেওয়া। [২]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Genital Herpes - CDC Fact Sheet"cdc.gov। ডিসেম্বর ৮, ২০১৪। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪ 
  2. Balasubramaniam, R; Kuperstein, AS; Stoopler, ET (এপ্রিল ২০১৪)। "Update on oral herpes virus infections."। Dental clinics of North America58 (2): 265–80। ডিওআই:10.1016/j.cden.2013.12.001পিএমআইডি 24655522 
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Cancer নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. Chayavichitsilp P, Buckwalter JV, Krakowski AC, Friedlander SF (এপ্রিল ২০০৯)। "Herpes simplex"। Pediatr Rev30 (4): 119–29; quiz 130। ডিওআই:10.1542/pir.30-4-119পিএমআইডি 19339385 
  5. Warren, Terri (২০০৯)। The Good News about the Bad News: Herpes: Everything You Need to Know। New Harbinger Publications। পৃষ্ঠা 28। আইএসবিএন 1-57224-618-9 
  6. Gupta R, Warren T, Wald A (ডিসেম্বর ২০০৭)। "Genital herpes"Lancet370 (9605): 2127–37। ডিওআই:10.1016/S0140-6736(07)61908-4পিএমআইডি 18156035 
  • আইএনডিজি দল।

বহিঃসংযোগসম্পাদনা

টেমপ্লেট:Diseases of the skin and appendages by morphology

টেমপ্লেট:Viral cutaneous conditions