হারাগাছ সরকারি কলেজ
হারাগাছ সরকারি কলেজ রংপুর বিভাগের রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের একটি সরকারি কলেজ ।[১][২][৩]
ধরন | কলেজ |
---|---|
স্থাপিত | ১ জানুয়ারি ১৯৭৩ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ |
অধ্যক্ষ | আব্দুস সাত্তার |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৪৫ জন |
শিক্ষার্থী | ৮০০+ জন |
ঠিকানা | বানুপাড়া, হারাগাছ, কাউনিয়া উপজেলা , , |
ইআইআইএন | ১২৭৩৫৬, কলেজ কোড- ৩২১৬ |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি |
ওয়েবসাইট | www.haragachdegreecollege.gov.bd |
ইতিহাস
সম্পাদনা১ জানুয়ারী ১৯৭৩ সালে স্থানীয় বিদ্যানুরাগী ব্যক্তিগণ প্রতিষ্ঠা করেন। প্রথমে ইন্টার কলেজ হিসাবে যাত্রা শুরু হয়। পরে ডিগ্রী পাস কোর্স এবং অনার্স কোর্স চালু হয়। ২০১৬ সালে কলেজটি সরকারি হয়।[৪] [১] কলেজের মোট জমি ৪.৩৯ একর।
পোশাক
সম্পাদনাশিক্ষার স্তর
সম্পাদনাকলেজটিতে এইচএসসি ও ডিগ্রী লেভেলে মানবিক, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা চালু আছে। অনার্স লেভেলে বিষয় আছে-ইতিহাস, ইসলালেমের ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থানা ।
সাংস্কৃতিক কর্মকাণ্ড
সম্পাদনাকলেজের অনেক ছাত্র-ছাত্রী জাতীয় পর্যায়ে গান, কবিতা আবৃতি, রচনা, ইসলামি সঙ্গীত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে।
ফলাফল
সম্পাদনাসুযোগ্য গভর্নিং বডির পরিচালনায় প্রতিবছর কলেজটি বোর্ড ও বিশ্ববিদ্যালয় কিংবা মেডিক্যাল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে।
ভবনের বিবরণ
সম্পাদনা- প্রশাসনিক ভবন-১টি।
- একাডেমিক ভবন-২টি।
- মসজিদ ১টি
অন্যান্য
সম্পাদনা- বিজ্ঞানাগার-১টি
- কম্পিউটার ল্যাব-১টি
- পাঠাগার- ১টি
- শিক্ষক কন্ফারেন্স রুম ১টি।
- ছাত্রাবাস-১টি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "হারাগাছ ইউনিয়ন"। haragachup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাংলাদেশের সরকারি কলেজসমূহের তালিকা"। Proggapan (ইংরেজি ভাষায়)। ২০২২-০১-০৫। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাংলাদেশের সরকারি কলেজসমূহের তালিকা"। Proggapan (ইংরেজি ভাষায়)। ২০২২-০১-০৫। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সরকারি হলো ২৭১ কলেজ"। Bangla Tribune। ২০২২-১২-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৫।