হাম (নূহের পুত্র)
হাম (হিব্রু: חָם, আধুনিক: H̱am, টিবেরীয়: Ḥām; গ্রীক Χαμ, Kham; আরবি: حام, Ḥām) ছিলেন ইসলাম, খ্রিষ্ট ও ইহুদি ধর্ম অনুযায়ী নূহ (আ) এর পুত্র। তিনি মহাপ্লাবন থেকে বেঁচে যাওয়া অন্যতম ব্যক্তি। মহাপ্লাবণ থেকে বেচে যাওইয়ার পর নুহ(আলাইহিস সালাম) এর নির্দেশে তিনি ও তার পুত্র হিন্দ ও সিন্দ ভারত উপমহাদেশে চলে আসেন। ধারণা করা হয়, হিন্দ থেকে হিন্দু ও সিন্দ থেকে সিন্ধু শব্দের উতপত্তি হয়। প্রথম শতাব্দীর রোমানো-ইহুদী ইতিহাসবিদ ফ্ল্যাভিয়াস জোসেফাস জোর দিয়েছিলেন যে হামের বংশধরেরা এশিয়ার কিছু এলাকায় জনবহুল ছিল। গুলিয়ানার হাফিজ শামসুদ্দীন দাবি করেছিলেন যে হজরত হাম বর্তমান পাকিস্তানের 'গরীবওয়াল' নামক একটি শিয়া-জনবহুল গ্রামে মারা গিয়েছিলেন, যেখানে আজও একটি ৭৮ ফুট লম্বা কবর পাওয়া যায়। [১] [২] বঙ্গ ছিলেন হিন্দের ছেলে।[৩]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Warraich, Shehryar (২২ ডিসেম্বর ২০১৫)। "Grave matters"। Jang.com.pk। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Tomb of Hazrat Ham Requires Attention of the Government"। The 6 News। ১১ সেপ্টেম্বর ২০১৫। ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Land of Two Rivers, Nitish Sengupta