হাম (নূহের পুত্র)
(হামীয় থেকে পুনর্নির্দেশিত)
হাম (হিব্রু: חָם, আধুনিক: H̱am, টিবেরীয়: Ḥām; গ্রীক Χαμ, Kham; আরবি: حام, Ḥām) ছিলেন ইহুদি ধর্ম , খ্রিষ্ট ও ইসলাম অনুযায়ী নূহ (আ) এর পুত্র। তিনি মহাপ্লাবন থেকে বেঁচে যাওয়া অন্যতম ব্যক্তি। বাইবেল এ নিশ্চিত করে বলতে পারে না যে মহা প্লাবন এর পর সেম(Shem) এবং হাম(Ham) পৃথিবীর কোন প্রান্ত এ গিয়েছেলেন কিন্তু, কিছু ইতিহাস বেত্তাদের মতে সেম (Shem) এবং হাম (Ham) এর বংশধরেরা আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পরেছিল । [১] প্রথম শতাব্দীর রোমানো-ইহুদী ইতিহাসবিদ ফ্ল্যাভিয়াস জোসেফাস জোর দিয়েছিলেন যে হামের বংশধরেরা এশিয়ার কিছু এলাকায় জনবহুল ছিল।
কবরস্থল
সম্পাদনা১৮৯১ সালে হাফিজ শামসুদ্দীন দাবি করেন যে তিনি স্বপ্ন দেখেন যে পাকিস্তানের ঘারিবওয়ালে হামের সমাধিস্থল আছে।[২] সমাধিটি ৭৮-ফুট দীর্ঘ (২৪ মিটার)
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Land of Two Rivers, Nitish Sengupta
- ↑ "Tomb of Hazrat Ham Requires Attention of the Government"। The 6 News। ১১ সেপ্টেম্বর ২০১৫। ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।