হামিদ রেজা সদর

ইরানি চলচ্চিত্র সমালোচক

হামিদ রেজা সদর (ফার্সি: حمیدرضا صدر‎, ১৯ এপ্রিল ১৯৫৬ - ১৬ জুলাই ২০২১) একজন ইরানি ফুটবল ও চলচ্চিত্র সমালোচক, সাংবাদিক, লেখক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ ছিলেন।[২] তিনি ফুটবল, চলচ্চিত্র এবং ইতিহাস ও সামাজিক বিষয়াবলি নিয়ে বাস্তব-কাহিনীভিত্তিক প্রকাশনার জন্য সমধিক পরিচিত।[৩]

হামিদ রেজা সদর
৩৬তম ফজর চলচ্চিত্র উৎসবে সদর
জন্ম(১৯৫৬-০৪-১৯)১৯ এপ্রিল ১৯৫৬
মাশহাদ, ইরান
মৃত্যু১৬ জুলাই ২০২১(2021-07-16) (বয়স ৬৫)
ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিস্থলবেহেশত-এ জাহরা
পেশাসাংবাদিক, লেখক, অধ্যাপক, ইতিহাসবিদ, অর্থনীতিবিদ
জাতীয়তাইরানি
শিক্ষা প্রতিষ্ঠানতেহরান বিশ্ববিদ্যালয়
লিডস বিশ্ববিদ্যালয়
সময়কাল১৯৮১-২০২১
বিষয়চলচ্চিত্র, ফুটবল
দাম্পত্যসঙ্গীমেহেরজাদ দোলাতি[১]
সন্তান

কর্মজীবন সম্পাদনা

হামিদ রেজা সদরের চলচ্চিত্র পর্যালোচনা ১৯৮১ সালে থেকে জান-এ-রুজ, সরুশ, ফিল্ম ম্যাগাজিন, ফিল্ম ইন্টারন্যাশনালহাফট বা সেভেন ম্যাগাজিন-সহ অসংখ্য ইরানি পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি তার চলচ্চিত্রের সমালোচনার ধরনকে "আপেক্ষিক, তবে নিঃশর্ত নয়" বলে বর্ণনা করেছেন; তিনি একটি চলচ্চিত্রকে এমনভাবে বিশ্লেষণ করেন যার জন্য তিনি নিজেকে একজন দর্শক হিসেবে কল্পনা করেন, তদুপরি তিনি প্রায়ই ভাবানুভূতি নিয়ে গভীর স্পর্শকাতর রচনাশৈলীতে সমালোচনা করতেন। তিনি কয়েকটি চলচ্চিত্রের উপর ক্ষুব্ধ ছিলেন যা নিয়ে অনান্য সমালোচকেরা কঠোর সমালোচনা করেছেন, যেমন - বাহরাম বেইজাই ও মাসুদ কিমিয়াইয়ের চলচ্চিত্রসমূহ। তার মতামতের মৌলিকত্ব এবং প্রকাশভঙ্গির বলিষ্ঠতার কারণে তিনি আগ্রহী সমর্থক এবং ক্ষুব্ধ সমালোচকদের মন জয় করতে পেরেছেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. گفتگو با مهرزاد دولتی، همسرحمید رضا صدر/7 سال زندگی در اتاق ایزوله بدون حق بازکردن پنجره
  2. "پرویز جاهد - کلاکت - حمیدرضا صدر: سينمای ايران در ح قرار گرفته است"رادیو زمانه (ফার্সি ভাষায়)। ২৭ অক্টোবর ২০০৮। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১ 
  3. اللهي, فرزاد حبيب (১১ জুন ২০০৮)। "روزنامه اعتماد87/3/22: مباحثه جلالي و صدر و بازنده يي كه ژست فاتحانه مي گيرد : عاشقي با باك خالي"magiran.com (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১ 
  4. "به قلم حميدرضا صدر: ماهی های خشمگین این ظرف - Goal.com"Goal.com (ফার্সি ভাষায়)। ২৪ ফেব্রুয়ারি ২০১৩। Archived from the original on ২৪ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১