হাবুগরা ত্রিপুরার ককবরক ভাষায় "রাজা" এর একটি শব্দ।

১৯৫০ সালের ১৫ নভেম্বর ভারত প্রজাতন্ত্রের সাথে একীভূত হওয়ার আগে কমপক্ষে ১৮৪ জন রাজা ছিলেন যারা ত্রিপুরা শাসন করেছিলেন। হাবুগড়ার সর্বশেষ এবং সবচেয়ে খ্যাতিমান হাবুগ্রা ছিলেন বীর বিক্রম মাণিক্য দেববর্মা । মহারাজা বীর বিক্রম কলেজ তার স্মরণে ১৯৪৭ সালে রাজ্যের রাজধানী আগরতলায় প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র সম্পাদনা