হাদাইক-ই-বখশিশ ইমাম আহমদ রাজা খানের নাতিয়া দিওয়ান যা তিনটি অংশ নিয়ে গঠিত। এর প্রথম অংশ সংকলিত হয় ১৯০৭ সালে ১৩২৫ হিজরি মোতাবেক। এখন পর্যন্ত গবেষণা অনুসারে, প্রথম দুটি খণ্ড প্রথম প্রকাশিত হয়েছিল ১৯২৬ সালে। এই সংগ্রহে উর্দু ছাড়াও কিছু ফারসি ও আরবি ভাষায় রয়েছে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. شہزاد احمد। "اذکار و انوار حدائق بخشش"ماہنامہ معارف رضا32 (2012): 15। ২০১৮-১২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-০১  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)"آرکائیو کاپی"। ২০১৭-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-০১