হাটুরিয়া জমিদার বাড়ি
হাটুরিয়া জমিদার বাড়ি বাংলাদেশ এর শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের চরভূয়াই গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি।[১]
হাটুরিয়া জমিদার বাড়ি | |
---|---|
হাটুরিয়া জমিদার বাড়ি, গোলাম আলী চৌধুরি এস্টেট। | |
সাধারণ তথ্যাবলী | |
অবস্থা | ভগ্নপ্রায় |
ধরন | বাসস্থান |
অবস্থান | গোসাইরহাট উপজেলা |
ঠিকানা | হাটুরিয়া |
শহর | গোসাইরহাট উপজেলা, শরীয়তপুর জেলা |
দেশ | বাংলাদেশ |
উন্মুক্ত হয়েছে | অজানা |
স্বত্বাধিকারী | জমিদার সেকান্দার আলী চৌধুরি ও পরবর্তীতে উনার পুত্র জমিদার গোলাম আলী চৌধুরি। |
কারিগরি বিবরণ | |
উপাদান | ইট, সুরকি ও রড |
ইতিহাস
সম্পাদনাখেয়া ঘাটের মাঝি কবিতায় জমিদার গোলাম আলী চৌধুরির দোর্দণ্ড প্রতাপের উদাহরণ পাওয়া যায়। উনি দার্জিলিং থেকে বিশেষ উপায়ে হিমজাত বরফ আনাতেন খাবার জন্য, এবং কোলকাতার বিখ্যাত সি আর দাশ এর লন্ড্রী থেকে উনার কাপড় ধোয়ানো হোত।
অবকাঠামো
সম্পাদনাহাটুরিয়া জমিদার বাড়িটি ইট, সূরকি (প্রাচীন কালের মর্টার), এবং লোহার রড দিয়ে নির্মিত। ছাদে নিচের দিকে চেপ্টা লোহার রোড ব্যবহার করা হয়েছে, পিলার গুলো অনেক চওড়া এগুলো তৈরী করা হয়েছে ইট দিয়ে। একটি পিলার তৈরী করতে অনেক এইট বেবহার করা হয়েছে। যা স্থাপত্যটিকে আরো শক্তিশালী করতে সাহায্য করেছে। এটি বাংলার জমিদার বাড়িগুলোর ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর একটি অনন্য নিদর্শন।
বর্তমান অবস্থা
সম্পাদনাসময়ের সঙ্গে সঙ্গে এই জমিদার বাড়িটি অযত্ন ও অবহেলায় জীর্ণশীর্ণ হয়ে পড়েছে। পরিচর্যার অভাব হলে দাঁড়িয়ে আছে শক্তভাবেই। তবে এটি এখনো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং বাংলার জমিদারদের বিলাসবহুল জীবনধারা ও স্থাপত্যের একটি মূল্যবান নিদর্শন হিসেবে বিবেচিত হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জেলার দর্শনীয় স্থানসমূহ"। Superintendent of police, Shariatpur। ১ আগস্ট ২০১৮। ২০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |