হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসা
ফাজিল মাদ্রাসা
হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসা দক্ষিণ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান।[২][৩][৪] এটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিভুক্ত।[৫]
হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসা | |
---|---|
অবস্থান | |
![]() | |
৮৩৪০ | |
তথ্য | |
নীতিবাক্য | নিজেকে গড়ো |
ধর্মীয় অন্তর্ভুক্তি | ইসলাম |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৫ |
বিদ্যালয় জেলা | ভোলা |
সভাপতি | অধ্যক্ষ মাওঃ আবুল কাশেম |
পরিচালক | অধ্যক্ষ, গভর্নিং বডি |
অধ্যক্ষ | মাওঃ মুঈনুদ্দীন[১] |
কর্মকর্তা | ২ জন[১] |
অনুষদ | ১ টি |
শিক্ষকমণ্ডলী | ২০ জন[১] |
ভর্তি | ১৯৭২ |
শিক্ষাদানের মাধ্যম | মাল্টিমিডিয়া ক্লাস, প্রচলিত পাঠদান পদ্ধতি |
ভাষার মাধ্যম | বাংলা |
ক্যাম্পাস | ১টি |
শিক্ষায়তন | ৫ একর প্রায় |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ভলিবল |
অন্তর্ভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ |
নিয়ন্ত্রক | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | 101370 |
ইতিহাসসম্পাদনা
দ্বীপজেলা ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন স্বাধীনতার পূর্বে অনুন্নত ও অবহেলিত ছিলো। ফলে এখানকার মানুষের প্রাণের দাবি অনুযায়ী স্থানীয় উদ্যোগ ও সরকারি সহায়তায় শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়।
স্থাপনাসম্পাদনা
মাদ্রাসাটিতে ২টি ভবন রয়েছে, একটি দ্বিতল প্রশাসনিক ভবন এবং একটি ১০০ মিটার হলরুম রয়েছে। মাদ্রাসার সামনে একটি বিশাল খেলার মাঠ রয়েছে।
বিভাগসম্পাদনা
মাদ্রাসাটিতে দাখিল ও আলিম শ্রেণিতে শুধুমাত্র মানবিক বিভাগ রয়েছে।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ "অধ্যক্ষ"।
- ↑ ক খ গ ঘ "হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসা"। ebmeb.gov.bd। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২০।
- ↑ "অবস্থান"। ৭ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
- ↑ "All Fazil Madrasahs In Bangladesh – Study in Bangladesh"। studyinbd.com। ২০২০-০৬-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-৩১।
- ↑ "বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড"। bmeb.ebmeb.gov.bd। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৯।