হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসা

ফাজিল মাদ্রাসা

হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসা দক্ষিণ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান।[২][৩][৪] এটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিভুক্ত।[৫]

হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসা
অবস্থান
মানচিত্র

৮৩৪০

তথ্য
নীতিবাক্যনিজেকে গড়ো
ধর্মীয় অন্তর্ভুক্তিইসলাম
প্রতিষ্ঠাকাল১৯৬৫
বিদ্যালয় জেলাভোলা
ইআইআইএন১০১৩৭০[২]
সভাপতিঅধ্যক্ষ মাওঃ আবুল কাশেম
পরিচালকঅধ্যক্ষ, গভর্নিং বডি
অধ্যক্ষমাওঃ মুঈনুদ্দীন[১]
কর্মকর্তা২ জন[১]
অনুষদ১ টি
শিক্ষকমণ্ডলী২০ জন[১]
ভর্তি১৯৭২
শিক্ষা ব্যবস্থামাল্টিমিডিয়া ক্লাস, প্রচলিত পাঠদান পদ্ধতি
ভাষাবাংলা
ক্যাম্পাস১টি
শিক্ষায়তন৫ একর প্রায়
ক্রীড়াফুটবল, ক্রিকেট, ভলিবল
অন্তর্ভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
নিয়ন্ত্রকবাংলাদেশ মাদ্‌রাসা শিক্ষা বোর্ড
ওয়েবসাইট101370.ebmeb.gov.bd

ইতিহাস সম্পাদনা

দ্বীপজেলা ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন স্বাধীনতার পূর্বে অনুন্নত ও অবহেলিত ছিলো। ফলে এখানকার মানুষের প্রাণের দাবি অনুযায়ী স্থানীয় উদ্যোগ ও সরকারি সহায়তায় শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়।

স্থাপনা সম্পাদনা

মাদ্রাসাটিতে ২টি ভবন রয়েছে, একটি দ্বিতল প্রশাসনিক ভবন এবং একটি ১০০ মিটার হলরুম রয়েছে। মাদ্রাসার সামনে একটি বিশাল খেলার মাঠ রয়েছে।

বিভাগ সম্পাদনা

মাদ্রাসাটিতে দাখিল ও আলিম শ্রেণিতে শুধুমাত্র মানবিক বিভাগ রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অধ্যক্ষ" 
  2. "হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসা"ebmeb.gov.bdবাংলাদেশ মাদ্‌রাসা শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২০ 
  3. "অবস্থান"। ৭ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০ 
  4. "All Fazil Madrasahs In Bangladesh – Study in Bangladesh"studyinbd.com। ২০২০-০৬-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-৩১ 
  5. "বাংলাদেশ মাদ্‌রাসা শিক্ষা বোর্ড"bmeb.ebmeb.gov.bdবাংলাদেশ মাদ্‌রাসা শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৯