হাঙ্গেরি–ভারত সম্পর্ক

ভারত-হাঙ্গেরি সম্পর্ক হল ভারত ও হাঙ্গেরির দ্বিপাক্ষিক সম্পর্ক। ভারতীয় দূতাবাস বুদাপেস্টে এবং হাঙ্গেরির দূতাবাস নতুন দিল্লিতে অবস্থিত।

ভারত-হাঙ্গেরি সম্পর্ক
মানচিত্র Hungary এবং India অবস্থান নির্দেশ করছে

হাঙ্গেরি

ভারত

ইতিহাস সম্পাদনা

ঐতিহাসিকভাবে, ১৯৪৮ সালে কূটনীতিক সম্পর্ক স্থাপনের সময় হাঙ্গেরি ও ভারত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে। ১৯৫৬ সালে এই দেশে অভ্যুত্থানে ভারতের ভূমিকা ভুলে যাওয়া যায় না। এই অভ্যুত্থানের সময়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের হস্তক্ষেপে ডাঃ অর্পাদ গনকসের প্রাণে বাঁচে। যিনি পরবর্তীকালে ১৯৯০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত হাঙ্গেরির রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন।[১]

অর্থনৈতিক সম্পর্ক সম্পাদনা

হাঙ্গেরিয়ান রফতানি এখন পর্যন্ত উচ্চ প্রযুক্তি, শিল্প পণ্য, অটোমোবাইলস, টেলিকম ও আইটি-র মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে মিঃ ওর্বানের সরকারও কৃষি ও খাদ্য পণ্য ও সেবার ক্ষেত্রে রফতানি বিকাশের জন্য আগ্রহী। ভারতীয় সংস্থাগুলি হাঙ্গেরিতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, তবে আরও বেশি করার সুযোগ রয়েছে।[২] গবেষণা ও বিকাশের সহযোগিতা, মোটরগাড়ি উপাদান, স্বাস্থ্যসেবা, মেশিন টুলস, কৃষি যন্ত্রপাতি, অপ্রচলিত শক্তি ও বৈদ্যুতিক সরঞ্জাম, ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস উচ্চশিক্ষা, বিনোদন ইত্যাদিসহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র রয়েছে। হাঙ্গেরিতে ভারতীয় বিনিয়োগ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার এবং ভারতীয় সংস্থাগুলি দেশের ১০,০০০ জনেরও বেশি লোককে কর্মসংস্থান সরবরাহ করে।[৩]

আবাসিক কূটনৈতিক অভিযান সম্পাদনা

ভারতের হাঙ্গেরি
হাঙ্গেরিতে ভারত

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ramachandran, Smriti Kak (১৩ মে ২০১২)। "Hungary will cement ties with India through trade, says Minister"Thehindu.com। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮ 
  2. "Press Release on Visit of Foreign Minister of Hungary"। সংগ্রহের তারিখ ৬ মে ২০২০ 
  3. "Indian companies to create one thousand new jobs in Hungary"। সংগ্রহের তারিখ ৬ মে ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Embassy of Hungary in New Delhi"Mfa.gov.hu। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮ 
  5. "Consulate General of Hungary to open in Mumbai on Dec 1, 2014"travelbizmonitor.com। ২৮ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮ 
  6. "Indian Embassy Hungary"Indian Embassy Hungary। ১২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা