হাওলাদার মোহাম্মদ হানিফ মিয়া

বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ হানিফ হাওলাদার (২৮ ফেব্রুয়ারি ১৯৫৭ - ২৯ জুলাই ২০২১) ছিলেন একজন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, ঢাকা জজকোর্টের এডভোকেট, সাবেক সরকারি ভূমি কর্মকর্তা। তিনি হানিফ মিয়া নামে অধিক পরিচিত।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হানিফ মিয়া

প্রাথমিক জীবন

সম্পাদনা

বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ হানিফ মিয়া বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের শুকনাকাঠি গ্রামের ঐতিহ্যবাহি হাওলাদার পরেবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ্ব মোঃ মজিবুল হক হাওলাদার। ৭ ভাই-বোনের মধ্যে তিনি ২য়।

শিক্ষা জীবন

সম্পাদনা

১৯৬৫ সনে নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্তে নানার বাড়িতে লাকুটিয়া হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে এবং ১৯৬৭ সালে চানপুর জুনিয়র হাই স্কুলে ৭ম শ্রেণিতে ভর্তি হন। ১৯৭২ সালে তিনি ঢাকায় সরকারি কবি নজরুল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন। একই কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং স্নাতক পরীক্ষায় ২য় শ্রেণিতে ২য় স্থান লাভ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে এমএড ও এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বার কাউন্সিল থেকে এডভোকেটশিপ ডিগ্রি লাভ করেন।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণ

সম্পাদনা

হানিফ মিয়া ১৯৬৯ সালের ফেব্রুয়ারি মাসে ছাত্র জনতার মেহেন্দিগঞ্জ থানা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) স্বাধীনতা আন্দোলনের ডাক দিলে বঙ্গবন্ধুর নির্দেশে তিনি গ্রামে গ্রামে আওয়ামীলীগ এর নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠনে অংশগ্রহণ করেন। জননেতা মহিউদ্দিন আহমেদের নির্দেশে তিনি ক্যাপ্টেন শামসুদ্দিন স্যারের নেতৃত্বে বরিশালে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

কর্মজীবন

সম্পাদনা

১৯৮১ সনের ১লা এপ্রিল ঢাকা জেলা প্রশাসনে জেলা কানুনগো হিসেবে যোগদানের মাধ্যমে তিনি চাকুরী জীবন শুরু করেন। ১৯৮৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশনের অধীনে পরিচালিত বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও শেষ পর্যন্ত নানাবিধ কারণে তাঁর ক্যাডার সার্ভিসে যোগদান করা সম্ভব হয়নি। তিনি ১৯৯৫ সালে অতিরিক্ত ভুমি অধিগ্রহণ কর্মকর্তা হিসাবে পদোন্নতি পেয়ে সুনামের সাথে কালেক্টরের দায়িত্ব পালন শেষে ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি ঢাকা কালেক্টরেট থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে ঢাকা জেলা বার এসোসিয়েশনের নিয়মিত সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত ছিলেন।