হাওড়া মেট্রো স্টেশন

কলকাতা মেট্রোর ভূগর্ভস্থ স্টেশন

হাওড়া স্টেশন মেট্রো স্টেশন হাওড়াতে অবস্থিত কলকাতা মেট্রো স্টেশন। ভূগর্ভস্থ স্টেশনটি হাওড়া রেল স্টেশনের নিচে।এটি কলকাতা মেট্রো-এর পূর্ব-পশ্চিম মেট্রো লাইনের গভীরতম স্টেশন।এই স্টেশনের পশ্চিম দিকে রয়েছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন[] আর পূর্বে হুগলি নদী অতিক্রম করে মহাকরণ মেট্রো স্টেশন

হাওড়া
কলকাতা মেট্রো স্টেশন
অবস্থানহাওড়া, পশ্চিমবঙ্গ ৭১১১০১
মালিকানাধীনকলকাতা মেট্রো রেল কর্পোরেশন
লাইনকলকাতা মেট্রো লাইন ২
প্ল্যাটফর্মদ্বীপ প্ল্যাটফর্ম
রেলপথ
সংযোগসমূহহাওড়া জংশন রেলওয়ে স্টেশন
নির্মাণ
গঠনের ধরনভূগর্ভস্থ
গভীরতা৩২.০৪ মিটার (১০৫.১ ফু)
প্ল্যাটফর্মের স্তর
সাইকেলের সুবিধানা
প্রতিবন্ধী প্রবেশাধিকারহ্যাঁ
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
ভাড়ার স্থানকলকাতা মেট্রো
ইতিহাস
চালু৬ই মার্চ, ২০২৪
বৈদ্যুতীকরণ৭৫০ ভি ডিসি থার্ড রেল
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন কলকাতা মেট্রোর লোগো কলকাতা মেট্রো পরবর্তী স্টেশন
হাওড়া ময়দান
সমাপ্তি
সবুজ লাইন মহাকরণ
অবস্থান
মানচিত্র

স্টেশন

সম্পাদনা

কলকাতা মেট্রোর লাইন ২-এর অন্তর্গত হাওড়া মেট্রো স্টেশনটি গঠনগতভাবে ভূর্গভস্থ মেট্রো স্টেশন।

কলকাতা মেট্রোর লাইন ২-এর অন্তর্গত সিটি সেন্টার মেট্রো স্টেশনটি গঠনগতভাবে উত্তলিত মেট্রো স্টেশন।

স্টেশন বিন্যাস

সম্পাদনা
জি রাস্তার স্তর প্রস্থান / প্রবেশ
এল১ মধ্যবর্তী ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার
এল২ পার্শ্ব প্ল্যাটফর্ম নং ১, দরজা বাম খুলবে  
পশ্চিমদিকগামী দিকে →হাওড়া ময়দান→ →
পূর্বদিকগামী দিকে ← মহাকরণ← ←
পার্শ্ব প্ল্যাটফর্ম নং ২, দরজা বাম খুলবে 
এল২

বাস রুট নম্বর এসি৩৪, এসি৪০, সি২৪, সি২৫, এমআইডিআই১, ওআরডি২, এস১১এ স্টেশনে বাস পরিষেবা প্রদান করে।[][]

হাওড়া জংশন রেলওয়ে স্টেশন

হাওড়া স্টেশন জেটি

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা