হলিউড আনডেড

আমেরিকান র‍্যাপ রক ব্যান্ড

হলিউড আনডেড মার্কিন যুক্তরাষ্ট্রের, ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের একটি ব্যান্ড দল। তারা ২০০৫ সালে তাদের ব্যান্ডটি গঠন করে, তাদের প্রথম অ্যালবাম, সোয়ান সঙ্গস, প্রকাশিত হয় ২০০৮ সালের ২রা সেপ্টেম্বর ,এবং তাদের সরাসরি সিডি/ডিভিডিডেসপারেট মেসারর্স, প্রকাশ করা হয় ২০১০ সালের ১০ নভেম্বর। তারা তাদের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম, আমেরিকান ট্রাজেডি, প্রকাশ করে ২০১১ সালের ৫ এপ্রিলে । ব্যান্ডের সকল সদস্যদের আলাদা ছদ্মনাম রয়েছে এবং তারা আলাদা আলাদা মুখোশ পরে থাকে, এই মুখোশ গুলোর প্রায় সবকয়টিকে দেখতে হকির গোলরক্ষকের মুখোশের মত মনে হয়, ব্যান্ডটির বর্তমান সদস্যরা হলেন চার্লি সিন, ড্যানি, ফানি ম্যান, জে-ডগ, এবং জনি থ্রি টিয়ার্স। তাদের তৃতীয় স্টুডিও অ্যালবামের শিরোনাম ছিল নোটস অব দ্য আন্ডারগ্রাউন্ড, যা তারা প্রকাশ করেছিল ২০১৩ সালের ৮ই জানুয়ারীতে।[২] তাদের চতুর্থ অ্যালবাম, ডে অব দ্য ডেড, প্রকাশ করে ২০১৫ সালের ৩১শে মার্চে।[৩] হলিউড আনডেডের ৫ম অ্যালবামের শিরোনাম দেয়া হয়েছে "ফাইভ" (অথবা"V"), এবং যা ২০১৭ সালের ২৭ অক্টোবরে প্রকাশ করা হবে। এই অ্যালবাম থেকে "ক্যালিফোর্নিয়া ড্রিমিং" নামে একটি একক প্রকাশ করা হয়েছে , যা ২০১৭ সালের ২৪শে জুলাই সবার জন্য সহজলভ্য করা হয়।

হলিউড আনডেড
২০১৫ সালে জার্মানিতে রক এম রিং কনসার্টে হলিউড আনডেড
২০১৫ সালে জার্মানিতে রক এম রিং কনসার্টে হলিউড আনডেড
প্রাথমিক তথ্য
উদ্ভবলস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
ধরন
কার্যকাল২০০৫ (2005)–বর্তমান
লেবেলইন্টারস্কোপ, এ এন্ড এম/অক্টোন, পলিডোর
সদস্যযে-ডগ
ফানি ম্যান
জনি থ্রি টিয়ার্স
চার্লি সিন
ড্যানি
প্রাক্তন
সদস্য
শেডি জেফ
ডিউস
ডা ক্রুলজ
ওয়েবসাইটhollywoodundead.com

ডিস্কোগ্রাফি সম্পাদনা

Studio albums

সম্মাননা সম্পাদনা

বছর মনোনিত কাজ পুরস্কার ফলাফল স্থান
২০১১ "বিন টু হেল" এওএল রেডিও: ২০১১-এর সেরা ১০ রক গান[৪] বিজয়ী ৫ম

তথ্যসূত্র সম্পাদনা

  1. Myles, Julian (৪ এপ্রিল ২০১১)। "ALBUM: Hollywood Undead – American Tragedy"Dead Press!। ১০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৫ 
  2. "Exclusive: হলিউড আনডেড তাদের নতুন একক প্রকাশ করে, "উই আর""। রিভোলার। ২০১২ সালের ২৯শে অক্টোবর। ১ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১২  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. Ratliff, Brandon (মার্চ ৩১, ২০১৫)। "Hollywood Undead – Day Of The Dead Review"projectbackstage.com। মে ১১, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৯, ২০১৫ 
  4. The AOL Radio Staff (ডিসেম্বর ১৪, ২০১১)। "২০১১-এর সেরা ১০ রক গান"। AOL Music। জুন ৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৫, ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা