হর্ষদা গারুড় হলেন ভারতের মহারাষ্ট্রের একজন ভারোত্তোলক। ২০২২ জুনিয়র বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে তিনি সোনা জেতেন। এর ফলে তিনি হলেন আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন আয়োজিত বিশ্ব জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতা প্রথম ভারতীয়। হর্ষদার গল্পপ্রিয় স্বভাবের জন্য তাঁর ডাক নাম রেডিও।[১]

হর্ষদা গারুড়
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহর্ষদা শরদ গারুড়
জন্ম (2003-11-08) ৮ নভেম্বর ২০০৩ (বয়স ২০)
মহারাষ্ট্র, ভারত
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াভারোত্তোলন
পদকের তথ্য
এশিয়ান চ্যাম্পিয়নশিপ
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান এশিয়ান চ্যাম্পিয়নশিপ|২০২২ মানামা এশিয়ান চ্যাম্পিয়নশিপ#মহিলাদের ৪৫ কেজি|৪৫ কেজি
ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০২২ হেরাক্লিয়ন 45 কেজি
এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০২২ তাশখন্দ ৪৫ কেজি
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০২০ তাশখন্দ ৪৫ কেজি

জীবনী সম্পাদনা

হর্ষদা গারুডের জন্ম ২০০৩ সালের ৮ই নভেম্বর, মহারাষ্ট্রের পুনের কাছে মাভালের বড়গাঁওতে[২][৩] তাঁর বাবা শরদ গারুড়ও একজন ভারোত্তোলক, যিনি রাজ্য স্কুল গেমসে ভারোত্তোলনে রৌপ্য জিতেছিলেন।[৪] শরদ গারুড় লক্ষ্য করেছিলেন, হর্ষদা মাত্র ১৩ বছর বয়সে অনায়াসে ৫০ কেজির চালের বস্তা তুলে ফেলেন। এর পরেই তিনি নিজের স্বপ্ন পূরণের জন্য হর্ষদাকে ভারোত্তলনে প্রশিক্ষণ দেওয়ার নির্ণয় করেন। তিনি তাঁকে বড়গাঁওতে বিহারীলাল দুবের অধীনে প্রশিক্ষিত করতে দুবে গুরুকুলে পাঠান। হর্ষদা দুবের অধীনে প্রভূত উন্নতি করেন।[১] হর্ষদা সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে বিএ পড়ছেন।[৫]

ভারোত্তোলন ক্যারিয়ার সম্পাদনা

২০২২ সালে, হর্ষদা গারুড় গ্রিসের হেরাক্লিয়নে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন।[৬] তিনি হলেন প্রথম ভারতীয়, যিনি বিশ্ব জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন।[৬] তিনি ২০২০ খেলো ইন্ডিয়া যুব গেমসে অনূর্ধ্ব - ১৭ গার্লস ভারোত্তোলনে স্বর্ণপদক এবং তাশখন্দে ২০২০ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।[৭] এছাড়াও তিনি ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত আইডব্লিউএলএফ যুব, জুনিয়র এবং সিনিয়র জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২১ - ২২-এ ৪৫ কেজি জুনিয়র মহিলা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Who is Harshada Garud? Know all about the ... - Olympics"। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৩ 
  2. Ansari, Aarish (৫ মে ২০২২)। "From lifting rice sacks to a world championship gold - Harshada Garud's amazing story"। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২২ 
  3. "Junior Women's Medalists" (পিডিএফ) 
  4. "Living her father's dream, Harshada Garud becomes first junior world champ from India in weightlifting"The New Indian Express। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৭ 
  5. Kotian, Harish। "Weightlifter Harshada India's first Jr World Champion"Rediff (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৭ 
  6. Sarangi, Y. B. (২ মে ২০২২)। "Harshada Garud wins world junior weightlifting championships gold, India's first in the event"Sportstar (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৭ 
  7. "India's Harshada wins historic junior world weightlifting gold"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০২২-০৫-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৭