হরি হে দীনবন্ধু
লোপামুদ্রা মিত্রের বাংলা গানের অ্যালবাম
হরি হে দীনবন্ধু ভারতীয় কণ্ঠশিল্পী লোপামু্দ্রা মিত্রের একটি গানের অ্যালবাম। এই অ্যালাবামে তিনি ছাড়াও গান গেয়েছেন আগন্তুক ও সৌমেন অধিকারী। গুজরাত দাঙ্গা নিয়ে এখানে 'গুজরাত ২০০২' নামে একটি গান আছে। গানগুলি লিখেছেন সমীর চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, জয় সরকার আরও অনেকে। সুরারোপ করেছেন কল্যাণ সেনবরাট, সমীর গুপ্ত, জয় সরকার, অদিতি নাগ চৌধুরী। এটি সারেগামা ইন্ডিয়া লিমিটেডের লেবেল প্রকাশিত হয়েছিল।
হরি হে দীনবন্ধু | |
---|---|
![]() | |
লোপামুদ্রা মিত্র কর্তৃক | |
ঘরানা | বাংলা পপ সঙ্গীত |
দৈর্ঘ্য | ২ ঘন্টা ২৭ মিনিট ৪৮ সেকেন্ড |
ভাষা | বাংলা |
গানসম্পাদনা
সমস্ত গানেই মূল কণ্ঠশিল্পী হিসেবে লোপামুদ্রা মিত্র আছেন, অন্য শিল্পী থাকলে উল্লেখ করা হবে।
ক্রম | নাম | সুরকার/গীতিকার | অন্যান্য শিল্পী |
---|---|---|---|
১ | যায় যাক | জয় সরকার, সৈকত কুণ্ডু | |
২ | জন্মভূমি | জয় সরকার, শুভ দাশগুপ্ত | |
৩ | হেইয়া হো | সমীর চট্টোপাধ্যায় | |
৪ | পাখি এবার | সমীর চট্টোপাধ্যায় | |
৫ | গালফুলুনি খুকুমণি | জয় সরকার, তপন সিনহা | |
৬ | এক ছুট্টে | সমীর চট্টোপাধ্যায় | |
৭ | জানি তুমি আমার এ গান | সমরেশ মজুমদার, সৌমিত্র চট্টোপাধ্যায় | |
৮ | জীবন যেন | সমরেশ মজুমদার, সৌমিত্র চট্টোপাধ্যায় | |
৯ | বাইরে যখন | সমরেশ মজুমদার, সৌমিত্র চট্টোপাধ্যায় | |
১০ | কী নাচ কী নাচ | তপন সিনহা | |
১১ | ছুটি | সমীর চট্টোপাধ্যায় | |
১২ | গুজরাত ২০০২ | সমীর চট্টোপাধ্যায়, সুবোধ সরকার | |
১৩ | ভোট | সমীর চট্টোপাধ্যায় | |
১৪ | আমার দেশ | সমীর চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় | |
১৫ | আমার ইচ্ছে যখন | কল্যাণ সেনবরাট, সমীর চট্টোপাধ্যায় | |
১৬ | ছুটছে ঘোড়া | অদিতি নাগ চৌধুরী, সমীরকুমার গুপ্ত | |
১৭ | মধ্যে প্রবাহিত বিপুল | সমীরকুমার গুপ্ত, সুনীলকুমার নন্দী | সৌমেন অধিকারী |
১৮ | কয়েকটি বৃক্ষের মেলা | সমীরকুমার গুপ্ত, সুনীলকুমার নন্দী | |
১৯ | এপার ওপার দুই বাংলা | সুনীলকুমার নন্দী, সমীরকুমার গুপ্ত | |
২০ | ঝড় তোলে গান | জয় সরকার, সৌগত রূদ্র | |
২১ | এমনও হয় | সমীর চট্টোপাধ্যায় | |
২২ | বলো আর কোথা বা যায় | তপন সিনহা | |
২৩ | ভালোবাসার ভিতর | জয় সরকার, সৈকত কুণ্ডু | |
২৪ | ছোটো ছোটো পায়ে | জয় সরকার, সৌগত রূদ্র | |
২৫ | পুকুর মাড়াই সঞ্জীবন | নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সমীর চট্টোপাধ্যায় | |
২৬ | অবনী বাড়ি আছো | শক্তি চট্টোপাধ্যায়, সমীর চট্টোপাধ্যায় | |
২৭ | বাংলা আমার সর্ষে ইলিশ | গিয়াসউদ্দিন, কল্যাণ সেনবরাট | |
২৮ | কলকাতা তুমি কার? | সমীর চট্টোপাধ্যায় | |
২৯ | ভগবান | সমীর চট্টোপাধ্যায় | আগন্তুক |
৩০ | সাজা চিতা | সমীর চট্টোপাধ্যায় | আগন্তুক |
৩১ | দৌঁড়ে পালা | সমীর চট্টোপাধ্যায় | আগন্তুক |
৩২ | কেন? | সমীর চট্টোপাধ্যায়, বাদল সরকার[১] | আগন্তুক |
৩৩ | বিশ্বায়ন | সমীর চট্টোপাধ্যায় | আগন্তুক |
৩৪ | জীবন সাগরে | সমীর চট্টোপাধ্যায় | আগন্তুক |
৩৫ | দে উড়ান | জয় সরকার, তপন সিনহা |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ সরকার, বাদল (১৯৭৪)। এবং ইন্দ্রজিৎ। পশ্চিমবঙ্গ। পৃষ্ঠা ২৯।