লোপামুদ্রা মিত্র
ভারতীয় সঙ্গীত শিল্পী
লোপামুদ্রা মিত্র হলেন একজন ভারতীয় সঙ্গীত শিল্পী। তিনি মূলত একজন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত এবং আধুনিক বাংলা গানের শিল্পী ও গীতিকার। তিনি ২০০১ সালে কলকাতার সুরকার ও পরিচালক জয় সরকারকে বিয়ে করেন। তাঁর বিশিষ্ট কিছু অ্যালবাম হলো হরি হে দীনবন্ধু, মন ফকিরা। তাঁরা গাওয়া বিখ্যাত কয়েকটি গান হলো আমার মতে তোর মতন কেউ নেই[১], বাংলা আমার সর্ষে ইলিশ, গুজরাত ২০০২। করোনাকালে মানুষকে একাকীত্বের হাত থেকে রেহাই দিতে করেছেন অনলাইন অনুষ্ঠান সুর।[২][৩][৪]
লোপামুদ্রা মিত্র | |
---|---|
প্রাথমিক তথ্য | |
উদ্ভব | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
ধরন | জীবনমুখী, আধুনিক বাঙ্গলা গান, রবীন্দ্র সঙ্গীত |
কার্যকাল | ১৯৯৬-বর্তমান |
দাম্পত্যসঙ্গী | জয় সরকার |
ওয়েবসাইট | lopamudramitra.com |
প্রাথমিক জীবন
সম্পাদনালোপামুদ্রা মিত্র ভারতের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই প্রতিপালিত হন। তিনি তাঁর বাবার কাছ থেকেই সর্বপ্রথম গানের শিক্ষা লাভ করেন৷ তারপর তাঁর মা এবং অন্যান্য অনেক বিশিষ্ট শিল্পির কাছ থেকে তিনি সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন৷
অ্যালবামসমূহ
সম্পাদনাআধুনিক গান এবং রবীন্দ্রনাথের গান অ্যালবাম
- অন্য হাওয়া
- নতুন গানের নৌকা বাওয়া
- ভিতর ঘরে বৃষ্টি
- অকারণ
- সাঁকোটা দুলছে
- ভালবাসতে বলো (২০০১ সালের পূজার অ্যালবাম)
- বিশ্বময় (রবীন্দ্র সঙ্গীত)
- কথা শেষে (রবীন্দ্র সঙ্গীত)
- হরি হে দীনবন্ধু
- এই অবেলায় (২০০৩ সালের পূজার অ্যালবাম)
- ও মোর দরদিয়া (রবীন্দ্র সঙ্গীত)
- ঝড় হতে পারি
- কবিতা থেকে গান
- ডাকছে আকাশ
- মনে রেখো (২০০৬ সালের রবীন্দ্র সঙ্গীত)[৫]
- এমনও হয় (২০০৬)
- আনন্দ
- ছাতা ধর[৬]
- মন ফকিরা (বাংলা লোক গান)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বন্দ্যোপাধ্যায়, স্রবন্তী (১৫ ফেব্রুয়ারী ২০১৬)। "আমার গলার সঙ্গে মেলে এমন হিরোইন টালিগঞ্জে নেই"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১০.০৭.২০২২। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "এই অশান্ত সময়ে আত্মশুদ্ধির 'সুর'-এ লোপামুদ্রা, জয়, শঙ্খমালা"। News18 Bengali। ২০২০-০৭-১০। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১০।
- ↑ সংবাদদাতা, নিজস্ব। "Lopamudra Mitra: 'আপ জ্যায়সা কোই' থেকে 'বেণীমাধব', ছোটবেলা থেকেই আমি দুঃসাহসী: লোপামুদ্রা"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১০।
- ↑ সংবাদদাতা, নিজস্ব। "Lopamudra: আমার সময়ে শুধু গাইলেই চলত, এই প্রজন্মের শিল্পীদের লড়ে বাঁচতে হয়: লোপামুদ্রা মিত্র"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১০।
- ↑ "Music review Mone Rekho"। The Telegraph (Calcutta)। Calcutta, India। ৪ আগস্ট ২০০৬। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১২।
- ↑ Chakraborty, Saionee (২ অক্টোবর ২০০৭)। "Root route"। The Telegraph। Calcutta, India।
বহিঃসংযোগ
সম্পাদনাভারতীয় সঙ্গীতশিল্পী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |