হরিনাহাটি জমিদার বাড়ি

হরিনাহাটি জমিদার বাড়ি বাংলাদেশ এর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হরিনাহাটি নামক স্থানে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি[১]

হরিনাহাটি জমিদার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানকোটালীপাড়া উপজেলা
ঠিকানাহরিনাহাটি
শহরকোটালীপাড়া উপজেলা, গোপালগঞ্জ জেলা
দেশবাংলাদেশ
খোলা হয়েছে১৮০০ শতকের মাঝামাঝি
স্বত্বাধিকারীভট্টচার্য্য/মধু নাথ রায়/সুচানন্দ
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড

ইতিহাস সম্পাদনা

আনুমানিক ১৮০০ শতকের মাঝামাঝি সময়ে প্রায় ১১ একর জায়গার উপর মতান্তরে জমিদার ভট্টচার্য্য/মধু রায় চৌধুরী/সচ্চিতান্দ এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন।

অবকাঠামো সম্পাদনা

বাসভবন, ঘোড়াশাল, মন্দির ও পাঁচটি সাঁন বাধানো ঘাটসহ বিশাল আকারের দিঘী।

বর্তমান অবস্থা সম্পাদনা

জমিদার বাড়ির সকল স্থাপনা এখন প্রায় ধ্বংসের মুখে। শুধুমাত্র জমিদারদের একটি ভবন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "হরিনাহাটি জমিদার বাড়ি!"। ২৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২০