হরপ্পা ভাষা

সিন্ধু উপত্যকার ব্রোঞ্জ যুগের সভ্যতার ভাষা

হরপ্পা ভাষা হল ব্রোঞ্জ যুগের (আনু.. খ্রিস্টপূর্ব ২য় সহস্রাব্দ) হরপ্পা সভ্যতার (সিন্ধু উপত্যকা সভ্যতা) অজানা ভাষা। কোনো পাঠযোগ্য সমসাময়িক উৎসে ভাষাটি অপ্রমাণিত, এর প্রকৃতি সম্পর্কিত অনুমানগুলিকে কথিত ঋণ শব্দউপস্তর প্রভাবে হ্রাস পেয়েছে, বিশেষত বৈদিক সংস্কৃতের উপস্তরসুমেরীয় কিউনিফর্মে(যেমন মেলুঃহা) লিপিবদ্ধ কয়েকটি পদ, যা ব্যাখ্যাহীন সিন্ধু লিপি বিশ্লেষণের সঙ্গে মিলিত হয়েছে।

হরপ্পা
সিন্ধু উপত্যকা, মহেঞ্জোদারো
অঞ্চলসিন্ধু সভ্যতা
বিলুপ্তআনু. ১৩০০ খ্রিস্টপূর্ব, বা পরে
অশ্রেণিবদ্ধ
সিন্ধু লিপি
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩xiv
ভাষাবিদ তালিকা
xiv
গ্লোটোলগhara1272[১]

সিন্ধু সভ্যতার ভাষা থেকে কয়েকটি সম্ভাব্য ঋণ শব্দ রয়েছে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "হরপ্পান"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।