হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসা

বাংলাদেশ একটি বিখ্যাত মাদরাসা
(হয়বতনগর এ ইউ কামিল মাদরাসা থেকে পুনর্নির্দেশিত)

হয়বতনগর আনওয়ারুল উলুম (এ ইউ) কামিল মাদরাসা, কিশোরগঞ্জ ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার একটি প্রাচীন আলিয়া মাদ্রাসা।[১][২] এই মাদ্রাসাটি ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো, যা বর্তমানে কিশোরগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।[৩] জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০২ এ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।[৪] বর্তমানে এই মাদ্রাসার অধ্যক্ষ হলেন মোহাম্মদ আজিজুল হক।[২][৫]

হয়বতনগর আনওয়ারুল উলুম কামিল মাদরাসা, কিশোরগঞ্জ
মাদ্রাসার লোগো
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১ মার্চ ১৯৩৪; ৯০ বছর আগে (1934-03-01)
প্রতিষ্ঠাতাসৈয়দ মুসলেহ উদ্দিন
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
অধ্যক্ষমোহাম্মদ আজিজুল হক
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ৭০০
অবস্থান, ,
শিক্ষাঙ্গনগ্রাম্য
EIIN সংখ্যা১১০৪৭৬
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
এমপিও সংখ্যা৩৯০৮০১২৪০২
ওয়েবসাইটhttp://110476.ebmeb.gov.bd/

ইতিহাস সম্পাদনা

মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দিনের সপ্নে মুহাম্মাদের নির্দেশনা পায় এইস্থানে একটি মাদ্রাসা নির্মানের, এরপর তিনি হয়বতনগর দেওয়ান বাড়ীর সৈয়দ রাজী উল্লাহর বাংলাঘরে মাদ্রাসা নির্মানের উদ্যোগ গ্রহণ করেন। ১৯৩৪ খ্রিস্টাব্দের ১ মার্চ একটি চাটাইয়ের উপর আনোয়ার শাহ কাশ্মীরির নামে হয়বতনগর আনওয়ারুল উলুম আলিয়া মাদরাসার কাজ আরম্ভ হয়। এরপর সৈয়দ মাজহারুল হকের ওয়াকফকৃত ১৭ শতাংশ জমির উপর সৈয়দ হামিদুল হক সাহেবের দেওয়া ছনের ঘরে বর্তমান জায়গায় মাদরাসা চালু করা হয়।[৪]

এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেদের মত কাজ চালিয়ে যেতে থাকে এবং ১৯৩৬ সালে ১ জানুয়ারি মাদ্রাসাটি পাকিস্তান সরকার কর্তৃক অনুমোদন লাভ করে। ১৯৪৯ সালের দিকে এই মাদ্রাসায় দরসে হাদিস পড়ানো শুরু হয়। ২০১০-১১ শিক্ষাবর্ষ হতে একটি বিষয়ে অনার্স কোর্স চালু হয়েছে। এই মাদ্রাসাটি ২০০৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অধিভুক্ত ছিলো, এরপরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে।[৬]

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

হয়বতনগর এ.ইউ কামিল মাদরাসাটিতে কামিল স্নাতকোত্তর পর্যায়ে তিনটি বিভাগ চালু রয়েছে। মাদ্রাসাটিতে দাখিল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় কামিল শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়।

১। কামিল হাদিস

২। কামিল ফিকহ

৩। কামিল তাফসির

এছাড়াও ফাযিল স্নাতক পর্যায়ে পাস কোর্স ছাড়াও ফাযিল স্নাতক সম্মান পর্যায়ে আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স কোর্স চালূ আছে। এইচ.এস.সি সমমান আলিম পর্যায়ে দুটি বিভাগ চালু আছে-সাধারণ ও বিজ্ঞান। এস.এস.সি সমমান দাখিল পর্যায়ে তিনটি বিভাগ চালু রয়েছে-সাধারণ, বিজ্ঞান ও মুজাব্বিদ।[৪]

সফলতা ও অর্জন সম্পাদনা

  • জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০২ এ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।
  • জাতীয় শিক্ষা সপ্তাহ ১৯৯৬ ও ২০০২ এ অধ্যক্ষ আবুল খায়ের মুহাম্মাদ নুরুল্লাহ ও উপাধ্যক্ষ আবুল মনসুর মুহাম্মাদ আব্দুস সাত্তার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।[৪]
  • (গ) বিজ্ঞান ও প্রযু্ক্তি মেলা ২০১২ এ সিনিয়র গ্রুপে ২য় স্থান লাভ করে এবং উপস্থিত বক্তৃতায় ১ম স্থান অর্জন।
  • একাধিকবার ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন ও একবার ক্রিকেট প্রতিযোগিতায় জেলা রানার্স আপ।[৪]

সহশিক্ষা কার্যক্রম সম্পাদনা

(ক) আন্ত কলেজ পর্যায়ে বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ী হয়ে অঞ্চলে অংশগ্রহণ।

(খ) ক্বেরাত, হামদ, নাত প্রতিযোগিতায় উপজেলা, জেলা, অঞ্চল, বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত।

(ঘ) বিভিন্ন জাতীয় দিবস যেমন-বিজয় দিবস, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা বিভিন্ন সময় ১ম, ২য় ও ৩য় স্থান এবং প্রদর্শন ও পুরস্কার লাভ করে।[৪]

উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ সম্পাদনা

হয়বতনগর এ ইউ কামিল মাদরাসা উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ:

  • সৈয়দ মুসলেহ উদ্দিন - নেজামে ইসলামী (নিখিল পাকিস্তান) পার্টির প্রতিষ্ঠাতা সেক্রেটারী, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম, মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।
  • আবুল খায়ের মুহাম্মদ নুরুল্লাহ - শতাধিক গ্রন্থের লেখক, দার্শনিক ও ফিকহ পণ্ডিত। শোলাকিয়া ঈদগাহের ইমাম, শহীদী মসজিদের খতিব ও আল জামিয়াতুল ইমদাদিয়ার তত্ত্বাবধায়ক, মাদরাসার প্রিন্সিপাল।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. says, Going Here। "হয়বতনগর এ. ইউ কামিল মাদরাসায় দুর্নীতি বিরোধী মানববন্ধন -" (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪ 
  2. "কিশোরগঞ্জে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব"www.bd24live.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪ 
  3. "Haybatnagar A. U .kamil Madrasha Kishoreganj - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪ 
  4. "কিশোরগঞ্জ সদর উপজেলা"kishoreganjsadar.kishoreganj.gov.bd। ২০২১-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪ 
  5. "Haybatnagar A. U .kamil Madrasha Kishoreganj - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৫ 
  6. "ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল অনার্সে ভর্তি | daily nayadiganta"The Daily Nayadiganta। ২০২১-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪ 
  7. "কিশোরগঞ্জের বিখ্যাত ৬ জন আলেম"হবিগঞ্জ নিউজ২৪। ২০২০-০৮-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪