স্যাম পিত্রোদা

ভারতীয় ব্যবসায়ী

সত্যনারায়ণ গঙ্গারাম পিত্রোদা (সংক্ষেপেস্যাম্ পিত্রোদা নামে পরিচিত) (জন্ম: ৪ঠা মে, ১৯৪২) একজন ভারতীয় ইঞ্জিনিয়ার, ব্যবসা নির্বাহী এবং নীতি সৃষ্টিকর্তা। তিনি জনসাধারণ তথ্য পরিকাঠামো ও প্রবর্তিত নেভিগেশনের উপর ভারতের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ভারতের জাতীয় উদ্ভাবন কাউন্সিলের চেয়ারম্যান।[১]

স্যাম্ পিত্রোদা
সত্যনারায়ণ গঙ্গারাম পিত্রোদা
জন্ম (1942-05-04) ৪ মে ১৯৪২ (বয়স ৮১)
উড়িষ্যা
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনমহারাজা স্বজিরাও বিশ্ববিদ্যালয়
ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি,শিকাগো
পেশাটেলিকম প্রকৌশলী, উদ্ভাবক, উদ্যোক্তা
নিয়োগকারীপ্রধানমন্ত্রীর উপদেষ্টা
পরিচিতির কারণযোগাযোগ বিপ্লব
সন্তান
ওয়েবসাইটsampitroda.com

তিনি জাতিসংঘের একজন উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

জীবন সম্পাদনা

স্যাম্ পিত্রোদা উড়িষ্যার তিতলাগড়ে জন্মগ্রহণ করেন। তিনি মহাত্মা গান্ধী এবং তার দর্শনের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তার স্কুলজীবন গুজরাতে শুরু হয়। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং শিকাগোর ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি -এ মাস্টার ডিগ্রী অর্জন করেন।

 
২০০৯ সালে স্যাম্ পিট্রডা

পুরস্কার ও সম্মান সম্পাদনা

  • ২০০৯ সালে বিজ্ঞান ও প্রকৌশল তার অবদানের জন্য ভারত সরকার দ্বারা পদ্মভূষণ
  • টেলিকমের উপস্থাপন ও ভারতের আইটি (IT) বিপ্লবের জন্য ২০০৯ সালে স্কচ্ (Skoch) চ্যালেঞ্জার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
  • ২০০৯ সালে অন্ধ্র বিশ্ববিদ্যালয় D.Sc উপাধি দিয়ে সম্মানিত করে।
  • IEEE যোগাযোগ সোসাইটি, ২০০৭ সালে টেলিযোগাযোগ ক্ষেত্রে পাবলিক সার্ভিস -এর জন্য পুরস্কার প্রদান করে।
  • ২০০২ সালে en:Dataquest লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেয়।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mr. Sam Pitroda, Chairman"Web site। National Innovation Council। ২০ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১২ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১১