স্যামুয়েল বার্কলি বেকিট[ক] (/ˈbɛkɪt/; ১৩ এপ্রিল ১৯০৬ - ২২ ডিসেম্বর ১৯৮৯) একজন আইরিশ ঔপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, মঞ্চ পরিচালক, কবি ও অনুবাদক ছিলেন। তার পূর্ণবয়স্ক জীবনের অধিকাংশ সময় তিনি প্যারিসে কাটিয়েছেন, ফলে তিনি ফরাসি ও ইংরেজি দুই ভাষাতেই তার সাহিত্যকর্ম রচনা করেছেন।

স্যামুয়েল বেকিট
স্থানীয় নাম
Samuel Beckett
জন্মস্যামুয়েল বার্কলি বেকিট
(১৯০৬-০৪-১৩)১৩ এপ্রিল ১৯০৬
ফক্সরক, ডাবলিন, আয়ারল্যান্ড
মৃত্যু২২ ডিসেম্বর ১৯৮৯(1989-12-22) (বয়স ৮৩)
প্যারিস, ফ্রান্স
ছদ্মনামঅ্যান্ড্রু বেলিস[১]
পেশাঔপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, মঞ্চ পরিচালক, কবি, অনুবাদক
ভাষাইংরেজি, ফরাসি
জাতীয়তাআইরিশ
শিক্ষা প্রতিষ্ঠানট্রিনিটি কলেজ ডাবলিন
ধরনসমূহনাটক, কল্পকাহিনি, কবিতা, চিত্রনাট্য, ব্যক্তিগত প্রতিবেদন[২]
উল্লেখযোগ্য পুরস্কার
সক্রিয় বছর১৯২৯-১৯৮৯
দাম্পত্যসঙ্গীসুজান দ্যশেভো-দ্যুমেসনিল (বি. ১৯৬১)

স্বাক্ষর

বেকিটের সহজাত সৃষ্টিকর্মসমূহ অস্তিত্ববাদ ও অভিজ্ঞতার আলোকে প্রায়ই ব্ল্যাক কমেডি, ননসেন্স ও গ্যালো রম্যরস সহযোগে বিয়োগান্ত-হাস্যরসাত্মক ভাবের প্রকাশ করে। তার পরবর্তী কর্মজীবনে আরও নান্দনিকতা ও ভাষাগত নিরীক্ষার ফলে এটি আরও যৎসামান্য হয়ে ওঠে। তাকে সর্বশেষ আধুনিকতাবাদী লেখকদের একজন হিসেবে গণ্য করা হয় এবং মার্টিন এসলিন তাকে "উদ্ভটদের মঞ্চ" (Theatre of the Absurd)-এর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলে আখ্যায়িত করেন।[৩] তার সবচেয়ে প্রসিদ্ধ সৃষ্টিকর্ম হল ১৯৫৩ সালে লেখা নাটক ওয়েটিং ফর গোডো

বেকিট ১৯৬৯ সালে "তার লেখনী, যা-উপন্যাস ও নাটকের নতুন ধরনের জন্য" সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।[৪] তিনি ১৯৮৪ সালে সাওই অব আওসডানা নির্বাচিত হন।

প্রারম্ভিক জীবন ও শিক্ষাজীবন সম্পাদনা

স্যামুয়েল বেকিট ১৯০৬ সালের ১৩ই এপ্রিল ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা উইলিয়াম ফ্রাঙ্ক বেকিট (১৮৭১-১৯৩৩) সার্ভেয়র এবং মাতা মারিয়া জোন্স রো সেবিকা ছিলেন। তার জন্মের সময় তার পিতামাতা দুজনের বয়স ছিল ৩৫।[৫] তারা ১৯০১ সালে বিয়ে করেন। বেকিটের ফ্রাঙ্ক এডওয়ার্ড বেকিট (১৯০২-১৯৫৪) নামে এক বড় ভাই ছিল। পাঁচ বছর বয়সে বেকিট ডাবলিনের স্থানীয় প্লেস্কুলে ভর্তি হন। সেখানে তিনি গানের তালিম নেওয়া শুরু করেন। এরপর তিনি ডাবলিন সিটি সেন্টারের নিকটবর্তী হারকোর্ট স্ট্রিটে আর্লসফোর্ট হাউজ স্কুলে চলে যান। বেকিট পরিবার আয়ারল্যান্ডের অ্যাংলিক্যান গির্জার সদস্য ছিলেন। তাদের পারিবারিক বাড়ি ডাবলিনের উপশহর ফক্সরকে। তার পিতা উইলিয়াম ১৯০৩ সালে বিরাট বাড়ি ও টেনিস কোর্টসহ বাগান তৈরি করেছিলেন। তিনি তার পিতার সাথে গ্রামে হাঁটতে যেতেন।

১৯১৯/১৯২০ সালে বেকিট ফের্নানাফ কাউন্টির এনিস্কিলেনের পোর্টোরা রয়্যাল স্কুলে ভর্তি হন (অস্কার ওয়াইল্ডও এখানে পড়াশোনা করেছিলেন)। তিন বছর পর ১৯২৩ সালে তিনি এই প্রতিষ্ঠান ত্যাগ করেন। সহজাত ক্রীড়াবিদ বেকিট বাহাতি ব্যাটসম্যান ও বাহাতি মিডিয়াম পেস বোলার হিসেবে ক্রিকেট খেলায় দক্ষতা অর্জন করেন। পরবর্তীকালে তিনি ডাবলিন বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেছেন এবং নর্দাম্পটনশায়ারের বিপক্ষে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন।[৬] ফলে তিনি প্রথম শ্রেণির ক্রিকেট খেলা একমাত্র নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী।[৭]

টীকা সম্পাদনা

  1. এটি একটি আইরিশ ব্যক্তি নাম, বাংলায় নামটি বেকেট হিসেবেও প্রচলিত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Fathoms from Anywhere – A Samuel Beckett Centenary Exhibition"। ২৭ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  2. মুলডুন, পল (১২ ডিসেম্বর ২০১৪)। "The Letters and Poems of Samuel Beckett"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  3. "Developmental Psychology Rediscovered: Negative Identity and Ego Integrity vs. Despair in Samuel Beckett's Endgame" (পিডিএফ)International Journal of Language Academy: 194–203। Summer ২০১৪। ২৫ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  4. "The Nobel Prize in Literature 1969"। Nobel Foundation। ৭ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  5. "Samuel beckett −1906-1989"। Imagi-nation.com। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০ 
  6. "Samuel Beckett"Wisden Cricketers' Almanackইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০ 
  7. Rice, জোনাথন (২০০১)। "Never a famous cricketer"উইজডেনইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:স্যামুয়েল বেকিট