স্মিথ অ্যান্ড ওয়েসন

স্মিথ অ্যন্ড ওয়েসন (ইংরেজি: Smith & Wesson বা সংক্ষেপে S&W) হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ আগ্নেয়াস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ডে এটির বাণিজ্যিক সদর দপ্তর অবস্থিত। ১৮৫২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্মিথ অ্যান্ড ওয়েসনের পিস্তলরিভলভার বিশ্বজুড়ে পুলিশ, ও সশস্ত্রবাহিনীর সদস্যদের কাছে একটি আদর্শ পছন্দ। এছাড়া হলিউডের বিভিন্ন চলচ্চিত্রে স্মিথ অ্যান্ড ওয়েসনের বিভিন্ন অস্ত্রের ছবি ও প্রদশর্নী দেখা গেছে। বিশেষ করে ক্লিন্ট ইস্টউডের ডার্টি হ্যারি চলচ্চিত্রে। প্রতিষ্ঠার পর বহু বছর ধরেই এই অস্ত্রপ্রস্তুতকারী প্রতিষ্ঠানটি অনেক জনপ্রিয় অস্ত্রের সাথে বিশ্বকে পরিচয় করিয়ে দিয়েছে।

স্মিথ অ্যান্ড ওয়েসন
হোল্ডিং কর্পোরেশন
ধরনপাবলিক
শিল্পঅ্যারোস্পেস/সামরিক পণ্য ও পরিষেবা
প্রতিষ্ঠাকাল১৮৫২
প্রতিষ্ঠাতাহোরেস স্মিথ, ড্যানিয়েল বি. ওয়েসন
সদরদপ্তর
স্প্রিংফিল্ড, ম্যাসাচুসেটস
,
প্রধান ব্যক্তি
মাইকেল এফ. গোল্ডেন (সিইও),
জন এ. কেলি (সিএফও),
লেল্যান্ড এ. নিকোলস (সিওও)
পণ্যসমূহআগ্নেয়াস্ত্র এবং আইন রক্ষাকারী সামগ্রী
আয়বৃদ্ধি$ ২৯.৬ কোটি (২০০৮)[১]
হ্রাস$ ৯০ লক্ষ (২০০৮)[১]
কর্মীসংখ্যা
১,৪৫৩ (২০০৮)[১]
অধীনস্থ প্রতিষ্ঠানথম্পসন/সেন্টার
ওয়েবসাইটSmith-Wesson.com

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Company Profile for Smith & Wesson Holding Corp (SWHC)"। ২০০৯-০১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৩ 

বহিঃসংযোগ সম্পাদনা