স্বাভিমানী পক্ষ
ভারতের রাজনৈতিক দল
স্বাভিমানি পক্ষ হল ভারতের মহারাষ্ট্রের একটি রাজনৈতিক দল, যা ২০০৪ সালে শরদ জোশীর নেতৃত্বে শেটকারি সংগঠন থেকে বিভক্ত হওয়ার পর রাজু শেট্টি দ্বারা স্বাভিমানি শেটকারি সংগঠনের রাজনৈতিক শাখা হিসেবে গঠিত হয়। ২০০৪ সালে রাজু শেট্টি স্বাভিমানি পক্ষের প্রার্থী হিসাবে শিরোল কেন্দ্র থেকে মহারাষ্ট্র বিধানসভায় নির্বাচিত হন। পরে, তিনি ২০০৯ সালে পঞ্চদশ লোকসভায় হাটকানঙ্গে আসন থেকে নির্বাচিত হন। ২০১৯ সালে দেবেন্দ্র মহাদেবরাও ভুয়ার স্বাভিমানি পক্ষের প্রার্থী হিসাবে মোর্শি নির্বাচনী এলাকা থেকে মহারাষ্ট্র বিধানসভায় নির্বাচিত হন।
দলটি ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটে যোগ দেয়।[১] এবং ২০১৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে শেট্টি নির্বাচিত হলে একটি আসনে জয়লাভ করে।
সূত্র
সম্পাদনা- ↑ "Setback to AAP plans as Swabhimani Shetkari Sanghatana joins Sena-BJP led combine"। The Economic Times। জানুয়ারি ৭, ২০১৪। সংগ্রহের তারিখ এপ্রিল ১৩, ২০১৪।