স্বাদুপানির বাস্তুতন্ত্র

স্বাদ্যপানির বাস্ততন্ত্র হলো পৃথিবীর জলীয় বাস্ততন্ত্র এর একটি অংশ। এই বাস্ততন্ত্রে , হ্রদ, পুকুর, নদী, ছোট নদী বা খাল , ঝর্ণা, বিল এবং জলাশয় অন্তর্ভুক্ত। [১] সামুদ্রিক বাস্ততন্ত্রও এর মধ্যে অন্তর্ভুক্ত, যা প্রচুর লবণ ধারণ করে। স্বাদুপানির জীবদের প্রকারভেদ বিভিন্ন উপাদানের ভিত্তিতে ভিন্ন ভিন্ন ভাবে করা যায় যেমনঃ তাপমাত্রা, আলোর ভেদ্যতা, নিউট্রিয়েন্ট এবং উদ্ভিদের উপস্থিতি। সময়ের সাথে স্বাদুপানির বাস্ততন্ত্রের উল্লেখযোগ্য পরিবর্তন সমগ্র বাস্তসংস্থা্নের প্রকৃতিকে প্রভাবিত করেছে। [২]

স্বাদ্যপানির বাস্ততন্ত্রকে ল্যানটিক বাস্ততন্ত্র (বদ্ধ পানি) এবং লুইটিক বাস্ততন্ত্র (স্রোতশীল পানি) দুইভাগে ভাগ করা যায়। [১]

লিমোনলজি (এবং এর শাখা স্বাদুপানির জীবতন্ত্র) হলো স্বাদুপানির বাস্তুতন্ত্রের একটি শাখা যা এই সংক্রান্ত গবেষণা থেকে প্রাপ্ত। [১] এটি হাইড্রোবায়োলজি এর একটি শাখা।

প্রাথমিকভাবে স্বাদুপানির বাস্তুতন্ত্রের ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা শুরু করা হয় মানুষের স্বাস্থ্যঝুকি বৃদ্ধির কারনে।[৩] (উদাহরণস্বরুপ, কলেরা মহামারী শুরু হয় নর্দমার মাধ্যমে পানিদূষনের কারনে)। শুরুতে পরীক্ষাগুলো ব্যাকটেরিয়ার উপর না করে শুধু রাসায়নিক নির্দেশকগুলোর উপর করা হলেও পরবর্তীতে ব্যাকটেরিইয়া এবং সেই সাথে শৈবাল, ছত্রাক এবং প্রোটোযোয়ার উপরও পরীক্ষা করা শুরু হয়। পরবর্তীতে একটি নতুন ধরনের নীরিক্ষা পদ্ধতি শুরু হয় যেখানে বিভিন্ন শ্রেণীর প্রানী (মেরুদণ্ডী অনুজীব, ম্যাক্রোফাইট এবং মাছ) গণনা করা হয় এবং এর সাথে সম্পৃক্ত জলপ্রবাহের ধরন যাচাই করা হয়।[৪]

ঝুকিসমূহ সম্পাদনা

স্বাদুপানির জীববৈচিত্র্য পাঁচ ধরনের ঝুকির সম্মুখীন হয়, যেমনঃ অতিরিক্ত শক্তি শোষণ, পানিদূষন, স্রোতের পরিবর্তন, আবাসস্থল ধ্বংস বা ক্ষয়ক্ষতি এবং অন্য কোনো প্রানীর আক্রমন। [৫] সাম্প্রতিক বিলুপ্তির ধরনগুলো যাচাই করে দেখা যায়, এর পেছনের প্রধান কারনগুলো ছিল, অধঃক্ষেপন, জলাশয়ের বিভাজন, জৈবিক ও রাসায়নিক দূষক, বাধ এবং আক্রমণকারী প্রানী।[৬] যেসব প্রচলিত রাসায়নিক উপাদান বিশুদ্ধপানি দুষিত করে এবং বাস্তুতন্ত্রের স্বাস্থ্য এর উপর প্রভাব ফেলে সেগুলো হলো অম্লতা, ইউট্রোফিকেশন, তামা এবং কীটনাশক ও রাসায়নিক সার[৭] জলবায়ু পরিবর্তনের সাথে অপ্রত্যাশিত সম্পৃক্ততার কারনে স্বাদু ও লোনা পানির মৎস্যের জীবনযাত্রা জলবায়ু পরিবর্তন দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। সেই সাথে এই বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রভাবকের প্রভাবও ব্যাপকভাবে পরিবর্তিত হচ্ছে যা স্বাদু ও লোনাপানির প্রানীকুলকে ঝুকির মুখে ফেলে দিচ্ছে। [৮]

স্বাদুপানির প্রাণিকুলের বিলুপ্তি সম্পাদনা

উত্তর আমেরিকায় উনিশ শতক থেকে প্রায় ১২৩ প্রজাতির প্রাণি বিলুপ্ত হয়ে গিয়েছে। উত্তর আমেরিকার স্বাদুপানির প্রজাতিগুলোর মধ্যে ৪৮.৫% ঝিনুক, ২২.৮% শামুক, ৩২,৭% চিংড়ি, ২৫.৯% উভচর এবং ২১.২% মাছ হয় ঝুঁকিপুর্ণ অথবা বিপন্ন অবস্থায় আছে। [৬] আগামী শতকের মধ্যে বেশ কিছু প্রজাতির বিলুপ্তির হার আশংকাজনকভাবে বাড়তে পারে। এর পেছনে কারনগুলোর মধ্যে রয়েছে আক্রমনাত্মক প্রজাতি, প্রভাববিস্তারকারি প্রজাতির বিলুপ্তি এবং ইতিমধ্যে কার্যত বিলুপ্তির পথে থাকা প্রজাতি ( উদাহরনস্বরুপ যেসভ প্রজাতি প্রজননের মাধ্যমে আর সংখ্যাবৃদ্ধি করতে অপারগ)।[৬] প্রাকৃ্তিক পরিবেশ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি অনুসরনের পরেও উত্তর আমেরিকার স্বাদুপানির মৎস্য বিলুপ্তির হার পূর্ববর্তী বিলুপ্তি হারের তুলনায় প্রায় ৮৭৭ গুন বেশি (৩,০০০,০০ বছরে ১ টি)। [৯] স্বাদুপানির প্রানিকুলের বিলুপ্তির আনুমানিক হার, স্থলভাগের প্রানিদের তুলনায় প্রায় পাঁচগুন বেশি এবং রেইনফরেস্টের প্রাণিদের বিলুপ্তি হারের সাথেও এর উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।[৬] স্বাদুপানির বাস্তুতন্ত্রের এইরূপ ভয়াবহ অবস্তা থেকে জীববৈচিত্র্যকে উদ্ধার করতে পৃ্থিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানী ও গবেষকদের একটি দল একটি ইমার্জেন্সী অ্যাকশন প্ল্যান এর খসড়া তৈরী করেছে। [১০]

বায়োকারেন্ট, একটি স্বাদুপানির জৈব নিরীক্ষণ পদ্ধতি, এতি প্রধানত প্রানিকুলের কাঠামো নিয়ে কাজ করলেও কিছুক্ষেত্রে কার্যকারী নির্দেশকগুলো যেমন জৈবরাসায়নিক (বা জৈবিক) অক্সিজেনের চাহিদা, সেডিমেন্ট অক্সিজেনের চাহিদা এবং দ্রবীভুত অক্সিজেনের পরিমান নির্ধারন করা হয়। [৪] বৈচিত্র্যময় শেনীবিন্যাস, সহজলভ্যতা, বিভিন্ন প্রভাবকের প্রতি সংবেদনশীলতা, সামগ্রিকভাবে বাস্তুতন্ত্রের উপর বিশেষ প্রভাবের কারনে সাধারনত ম্যাক্রোইনভার্টিভ্রেট ধরনের প্রানিকুলের কাঠামোর উপর অধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। [১১] তাছাড়া, এই জৈব নিরীক্ষণ পদ্ধতি ব্যবহার করে শৈবাল শ্রেনীর কাঠামো পরিমাপ করা হয় ( বেশিরভাগ ক্ষেত্রে ডায়াটম ব্যবহার করে)। শৈবালও শ্রেনীগতভাবে বৈচিত্র্যপূর্ণ, সহজলভ্য, বিভিন্ন প্রভাবকের প্রতি অধিক সংবেদনশীল, সামগ্রিকভাবে বাস্তুতন্ত্রের উপর বিশেষ প্রভাব ফেলে। [১২] শৈবাল খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এর কিছু প্রজাতি পরিবেশের কোনো পরিবর্তনকে দ্রুত ও সহজেই চিহ্নিত করতে পারে।[১২]

শ্রেনী কাঠামোর পাশাপাশি স্বাদুপানির প্রভাবকগুলোর প্রতি প্রতিক্রিয়া নিরীক্ষার মাধ্যমে করা গবেষণাগুলো জীবকুলের প্রকৃতি পরিবর্তন, বৃদ্ধিহারের পরিবর্তন, প্রজনন বা মৃত্যুহার ইত্যাদি পরিমাপ করতে সাহায্য করে। [৪] কিন্তু নিয়ন্ত্রিত পরিবেশে, একক প্রজাতির উপর করা গবেশগনার ফলাফল সবসময় প্রাকৃ্তিক পরিবেশে এবং একাধিক প্রজাতির উপস্থিতিতে প্রযোজ্য নাও হতে পারে।[৪]

স্বাদুপানির বাস্তুত্নত্রের আদর্শ "স্বাস্থ্য" সংজ্ঞায়নের জন্য সাধারনত আদর্শ স্থানে গবেষণার কাজ করা হয়। এই স্থান নির্ধারনের ক্ষেত্রে খেয়াল রাখা হয় যাতে এটি মানুষ এবং তার কাজের দ্বারা যাথাসম্ভব কম প্রভাবিত হয়।[৪] তথাপি, সংরক্ষিত উপাদান যেমন ডায়াটম, ভালভ, ম্যাক্রোফাইট পরাগ, পোকা, চিটিন, এবং মাছের আঁশ ইত্যাদি ব্যবহার করে আদর্শ পরিবাশটি ক্ষণস্থায়ীভাবে ছোট পরিসরে তৈরী করা যায় যা মানুষের প্রভাব বা বাধার সমস্যা থেকে মুক্ত থাকবে। [৪] এসব ক্ষণস্থায়ী আদর্শ পরিবেশ সাধারনত স্থির পানিতে তৈরী করা সহজ হয় কেননা স্থির পানি চলমান পানির তুলনায় পানির উপাদানগুলো এবং জৈব নির্দেশকগুলো বেশি ধারণ ও সংরক্ষণ করতে পারে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. G., Wetzel, Robert (২০০১)। Limnology : lake and river ecosystems (3rd সংস্করণ)। San Diego: Academic Press। আইএসবিএন 978-0127447605ওসিএলসি 46393244 
  2. Carpenter, Stephen R.; Stanley, Emily H.; Vander Zanden, M. Jake (২০১১-১১-২১)। "State of the World's Freshwater Ecosystems: Physical, Chemical, and Biological Changes"Annual Review of Environment and Resources (ইংরেজি ভাষায়)। 36 (1): 75–99। আইএসএসএন 1543-5938ডিওআই:10.1146/annurev-environ-021810-094524 । ২০২১-০৬-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৬ 
  3. Rudolfs, Willem; Falk, Lloyd L.; Ragotzkie, R. A. (১৯৫০)। "Literature Review on the Occurrence and Survival of Enteric, Pathogenic, and Relative Organisms in Soil, Water, Sewage, and Sludges, and on Vegetation: I. Bacterial and Virus Diseases"। Sewage and Industrial Wastes22 (10): 1261–1281। জেস্টোর 25031419 
  4. Friberg, Nikolai; Bonada, Núria; Bradley, David C.; Dunbar, Michael J.; Edwards, Francois K.; Grey, Jonathan; Hayes, Richard B.; Hildrew, Alan G.; Lamouroux, Nicolas (২০১১), "Biomonitoring of Human Impacts in Freshwater Ecosystems", Advances in Ecological Research, Elsevier, পৃষ্ঠা 1–68, আইএসবিএন 9780123747945, ডিওআই:10.1016/b978-0-12-374794-5.00001-8 
  5. Dudgeon, David; Arthington, Angela H.; Gessner, Mark O.; Kawabata, Zen-Ichiro; Knowler, Duncan J.; Lévêque, Christian; Naiman, Robert J.; Prieur-Richard, Anne-Hélène; Soto, Doris (২০০৫-১২-১২)। "Freshwater biodiversity: importance, threats, status and conservation challenges"। Biological Reviews81 (2): 163–82। আইএসএসএন 1464-7931এসটুসিআইডি 15921269ডিওআই:10.1017/s1464793105006950পিএমআইডি 16336747সাইট সিয়ারX 10.1.1.568.4047  
  6. Ricciardi, Anthony; Rasmussen, Joseph B. (১৯৯৯-১০-২৩)। "Extinction Rates of North American Freshwater Fauna"Conservation Biology13 (5): 1220–1222। আইএসএসএন 0888-8892ডিওআই:10.1046/j.1523-1739.1999.98380.x 
  7. Xu, F (সেপ্টেম্বর ২০০১)। "Lake Ecosystem Health Assessment: Indicators and Methods"Water Research35 (13): 3157–3167। আইএসএসএন 0043-1354ডিওআই:10.1016/s0043-1354(01)00040-9পিএমআইডি 11487113 
  8. Arthington, Angela H.; Dulvy, Nicholas K.; Gladstone, William; Winfield, Ian J. (২০১৬)। "Fish conservation in freshwater and marine realms: status, threats and management"। Aquatic Conservation: Marine and Freshwater Ecosystems (ইংরেজি ভাষায়)। 26 (5): 838–857। আইএসএসএন 1099-0755ডিওআই:10.1002/aqc.2712  
  9. Burkhead, Noel M. (সেপ্টেম্বর ২০১২)। "Extinction Rates in North American Freshwater Fishes, 1900–2010"BioScience62 (9): 798–808। আইএসএসএন 1525-3244ডিওআই:10.1525/bio.2012.62.9.5  
  10. https://academic.oup.com/bioscience/advance-article/doi/10.1093/biosci/biaa002/5732594
  11. Johnson, R. K.; Wiederholm, T.; Rosenberg, D. M. (১৯৯৩)। Freshwater biomonitoring and benthic macroinvertebrates, 40-158.। পৃষ্ঠা 40–158। 
  12. Stevenson, R. Jan; Smol, John P. (২০০৩), "Use of Algae in Environmental Assessments", Freshwater Algae of North America, Elsevier, পৃষ্ঠা 775–804, আইএসবিএন 9780127415505, ডিওআই:10.1016/b978-012741550-5/50024-6 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:Aquatic organisms টেমপ্লেট:Modelling ecosystems