স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর

(স্বরাষ্ট্র মন্ত্রক (পশ্চিমবঙ্গ) থেকে পুনর্নির্দেশিত)

পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তর হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি মন্ত্রক।[১] এই দপ্তর পশ্চিমবঙ্গ জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনীর প্রশাসন ও অসামরিক-সামরিক যোগাযোগ, সামরিক কর্মচারীদের কল্যাণ, আরআইএমসি ভর্তি পরীক্ষা, আরআইএমসি/এনডিএ ক্যাডেটদের বৃত্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারীদের পেনসন, আঞ্চলিক বাহিনীর স্বেচ্ছাসেবক-সদস্যদের সুযোগসুবিধা প্রদান এবং শৌর্য ও বিশেষ সেবামূলক পুরস্কার প্রদানের দায়িত্ব পালন করে।[১]

স্বরাষ্ট্র মন্ত্রক
মন্ত্রক রূপরেখা
যার এখতিয়ারভুক্তপশ্চিমবঙ্গ সরকার
সদর দপ্তরমহাকরণ, কলকাতা
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
ওয়েবসাইটhome.wb.gov.in

মন্ত্রকীয় দল সম্পাদনা

স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের মন্ত্রকীয় দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী। তাকে সাহায্য করার জন্য একজন স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী থাকতে পারেন, যদিও স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর পদটি বাধ্যতামূলক নয়। মন্ত্রীর কার্যালয় ও পরিচালনার কাজে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের (সিভিল সারভেন্ট) নিয়োগ করা হয়।[১]

পশ্চিমবঙ্গের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের দপ্তর মুখ্যমন্ত্রীও বটে।[১]

তথ্যসূত্র সম্পাদনা