স্বধর্ম (হিন্দু দর্শন)
স্বধর্ম (সংস্কৃত: स्वधर्म) হলো হিন্দুধর্মে ব্যবহৃত শব্দ যা একজন ব্যক্তির কর্তব্যকে তার সামাজিক শ্রেণী, বর্ণ বা প্রাকৃতিক স্বভাব অনুযায়ী মনোনীত করে, যা তাকে অবশ্যই অনুসরণ করতে হবে।[১]
বুৎপত্তি
সম্পাদনাস্বধর্ম শব্দটি স্ব (স্বীয়, যথাযথ) ও ধর্ম (আইন, কর্তব্য) শব্দদ্বয়ের সমন্বয়ে গঠিত।[২]
সাহিত্য
সম্পাদনাভগবদ্গীতা
সম্পাদনাশব্দটি ভগবদ্গীতায় ব্যবহৃত হয়েছে:[৩]
श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात्।
स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः॥[৪]
শ্রেয়ান্ স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ।
স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ॥
স্বধর্মের বিধান দোষযুক্ত হলেও উত্তমরূপী পরধর্মের বিধান থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয়, তাও মঙ্গলজনক, কিন্তু পরধর্ম বিপজ্জনক। (ভগবদ্গীতা, ৩:৩৫)[৫]
श्रेयान्स्वधर्मो विगुण: परधर्मात्स्वनुष्ठितात्।
स्वभावनियतं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्॥[৬]
শ্রেয়ান্ স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ।
স্বভাবনিয়তং কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্বিষম্॥
উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাব-বিহিত কর্ম করে কোন পাপ প্রাপ্ত হয় না। (ভগবদ্গীতা, ১৮:৪৭)[৭]
শ্রী অরবিন্দের মতে, "প্রকৃতিতে আমাদের প্রত্যেকের নিজস্ব হওয়ার নীতি ও অভিপ্রায় আছে; প্রতিটি আত্মা আত্ম-চেতনার শক্তি যা তার মধ্যে ঐশ্বরিক ধারণা তৈরি করে এবং এর প্রগতিশীল স্ব-অনুসন্ধান, ক্রমাগত পরিবর্তিত স্ব-অভিব্যক্তি, আপাতদৃষ্টিতে অনিশ্চিত কিন্তু গোপনে অনিবার্য পূর্ণতা বৃদ্ধির মতো ক্রিয়া ও বিবর্তনের দ্বারা পরিচালিত হয়। এটাই আমাদের স্বভাব, আমাদের নিজস্ব প্রকৃতি; এটাই হচ্ছে আমাদের সত্তার সত্য যা এখন বিশ্বের বিভিন্ন হয়ে ওঠার মধ্যে ধ্রুবক আংশিক অভিব্যক্তি খুঁজে পাচ্ছে। এই স্বভাব দ্বারা নির্ধারিত কর্মের নিয়ম হল আমাদের স্ব-আকৃতি, কার্য, কাজ, আমাদের স্বধর্মের সঠিক নিয়ম।"[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Jean Filliozat, Dharma, Encyclopædia Universalis, French:
- ↑ "Sanskritdictionary.com: Definition of svadharma"। sanskritdictionary.com। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২৩।
- ↑ Universalis, Encyclopædia। "BRAHMANISME"। Encyclopædia Universalis (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৮।
- ↑ Bg. 3.35
- ↑ The Bhagavad Gita as translated by Sri Aurobindo, Chapter III Karmayoga, 35; "Better is one's own law of works, swadharma, though in itself faulty than an alien law well-wrought out; death in one's own law of being is better, perilous is it to follow an alien law."
- ↑ Bg. 18.47
- ↑ The Bhagavad Gita as translated by Sri Aurobindo Chapter XVIII Renunciation and Moksha, 47; "Better is one's own law of works, though in itself faulty, than an alien law well-wrought out. One does not incur sin when one acts in agreement with the law of one's own nature [svabhāva]."
- ↑ Sri Aurobindo, Essays on the Gita, Second Series, Part II, Chapter 20, Swabhava and Swadharma, pg. 502,