স্ফাগনাম

উদ্ভিদের গণ

স্ফাগনাম হলো একটি গণ যা আনুমানিক ৩৮০ টি গৃহীত শৈবাল প্রজাতি এর একটি, [১][২] যা সাধারনভাবে ''পিট মস'' নামে পরিচিত। গাছগুলো মৃত এবং জীবিত উভয় অবস্থায় তাদের কোষের মধ্যে অধিক পরিমাণ পানি সঞ্চয় করতে পারে; গাছগুলো তার শুকনো ওজনের চেয়ে ১৬-২৬ গুণ বেশি পানি ধারনে সক্ষম যা তার প্রজাতি এর উপর নির্ভর করে। [৩] ফাঁকা কোষগুলো অধিক শুষ্ক পরিস্থিতিতে পানি ধরে রাখতে সাহায্য করে।

স্ফাগনাম

অতঃপর স্পাগনম জাতিয় মস বৃদ্ধি পায়, এটি ধীরে ধীরে শুকনো অবস্থায় ছড়িয়ে পড়তে পারে যা বৃহত্তর পিট-সৃষ্টিকারী গাছের জলাভূমি গঠন করে বগস এবং বগস আস্তরন উভয়ই গড়ে তোলে। [৪] এভাবে কিছু স্ফাগনাম যাদের 'আবাসস্থল কার্যকারক' হিসেবে বর্ণনা করা হয় তারা এরকম আবাসস্থল গড়ে তুলতে প্রভাব বিস্তার করে থাকে। [৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dierk Michaelis (2019): The Sphagnum Species of the World (Sphagnum bible: keys for all peat moss species by continents, and Sphagnum species lists for 20 phytogeographic regions of the world)"। Schweizerbart। 
  2. "Sphagnum on theplantlist"। Theplantlist.org। ৩১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৬ 
  3. Bold, H. C. 1967. Morphology of Plants. second ed. Harper and Row, New York. p. 225-229.
  4. Gorham E. (১৯৫৭)। "The development of peatlands"Quarterly Review of Biology32 (2): 145–66। এসটুসিআইডি 129085635ডিওআই:10.1086/401755 
  5. Walker, M. D. 2019. Sphagnum: the biology of a habitat manipulator. Sicklebrook Publishing, Sheffield, U.K.