স্পার্টাকাস (চলচ্চিত্র)

১৯৬০ সালের ঐতিহাসিক চলচ্চিত্র

স্পার্টাকাস হল স্ট্যানলি কুবরিক পরিচালিত ১৯৬০ সালের মার্কিন মহাকাব্যিক ঐতিহাসিক নাট্যধর্মী ইংরেজি চলচ্চিত্র।[] হাওয়ার্ড ফাস্টের একই নামের উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেছেন ডাল্টন ট্রাম্বো। এটি প্রাচীনকালের ক্রীতদাস বিদ্রোহের নেতা স্পার্টাকাসের জীবনী ও তৃতীয় সার্ভিল যুদ্ধের ঘটনাবলি থেকে অনুপ্রাণিত। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন কার্ক ডগলাস, এবং রোমান সেনাপতি ও রাজনীতিবিদ মার্কাস লিসিনিউস ক্রাসুস চরিত্রে লরন্স অলিভিয়ে, ক্রীতদাস বণিক লেন্তুলুস বাতিয়াতুস চরিত্রে পিটার ইউস্টিনফ, জুলিয়াস সিজার চরিত্রে জন গ্যাভিন, ভারিনিয়া চরিত্রে জিন সিমন্স, সেম্প্রোনিউস গ্রাচ্চুস চরিত্রে চার্লস লটন এবং আন্তোনিনুস চরিত্রে টনি কার্টিস অভিনয় করেছেন।

স্পার্টাকাস
রেনল্ড ব্রাউনের তৈরি করা মুক্তির পোস্টার
Spartacus
পরিচালকস্ট্যানলি কুবরিক
প্রযোজকএডওয়ার্ড লুইস
চিত্রনাট্যকারডাল্টন ট্রাম্বো
উৎসহাওয়ার্ড ফাস্ট কর্তৃক 
স্পার্টাকাস
শ্রেষ্ঠাংশে
সুরকারআলেক্স নর্থ
চিত্রগ্রাহকরাসেল মিটি
সম্পাদকরবার্ট লরেন্স
প্রযোজনা
কোম্পানি
ব্রায়না প্রডাকশন্স
পরিবেশকইউনিভার্সাল ইন্টারন্যাশনাল
মুক্তি
স্থিতিকাল১৮৪ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১২ মিলিয়ন[][]
আয়$৬০ মিলিয়ন[]

কুশীলব

সম্পাদনা
  • কার্ক ডগলাস - স্পার্টাকাস
  • লরন্স অলিভিয়ে - লিসিনিউস ক্রাসুস
  • পিটার ইউস্টিনফ - লেন্তুলুস বাতিয়াতুস
  • জিন সিমন্স - ভারিনিয়া
  • চার্লস লটন - সেম্পোনিউস গ্রাচ্চুস
  • জন গ্যাভিন - জুলিয়াস সিজার
  • টনি কার্টিস - আন্তোনিনুস
  • জন ডাল - মার্কাস গ্লাবরুস
  • নিনা ফাশ - হেলেনা গ্লাবরুস
  • জন আয়ারল্যান্ড - ক্রিক্সুস
  • হার্বার্ট লোম - তিগ্রানেস লেভান্তুস
  • চার্লস ম্যাকগ্রা - মার্সেলাস
  • জোঅ্যানা বার্নস - ক্লাউদিয়া মারিউস
  • হ্যারল্ড জে. স্টোন - ডেভিড
  • উডি স্ট্রোড - ড্রাবা
  • পিটার ব্রকো - রামোন
  • পল ল্যাম্বার্ট - গানিকুস
  • রবার্ট জে. উইক - গার্ডদের ক্যাপ্টেন
  • নিক ডেনিস - ডিওনিসিউস
  • জন হয়ট - কাইউস
  • ফ্রেডরিক ওরলক - লেলিউস
  • জিল পারকিন্স - ক্রীতদাসদের নেতা
  • ক্লিফ লায়ন্স - সৈন্য

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
পুরস্কার[] বিভাগ মনোনীত ফলাফল
একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পিটার ইউস্টিনফ বিজয়ী
শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা - রঙিন আলেকজান্ডার গলিটজেন, এরিক অরবম, রাসেল এ. গসম্যান, ও জুলিয়া হেরন বিজয়ী
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ - রঙিন রাসেল মেটি বিজয়ী
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা - রঙিন আর্লিংটন ভালেস, ও বিল টমাস বিজয়ী
শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা রবার্ট লরেন্স মনোনীত
শ্রেষ্ঠ মৌলিক সুর আলেক্স নর্থ মনোনীত
বাফটা পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র স্ট্যানলি কুবরিক মনোনীত
গোল্ডেন গ্লোব পুরস্কার সেরা চলচ্চিত্র - নাট্য স্পার্টাকাস বিজয়ী
সেরা অভিনেতা - নাট্য চলচ্চিত্র লরন্স অলিভিয়ে মনোনীত
সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র উডি স্ট্রোড মনোনীত
পিটার ইউস্টিনফ মনোনীত
সেরা পরিচালক স্ট্যানলি কুবরিক মনোনীত
সেরা মৌলিক সুর আলেক্স নর্থ মনোনীত

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Spartacus (1960) – Financial Information"দ্য নাম্বারস। ২৪ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ 
  2. M-G-M Cashing in on Oscar Victory: ' Ben-Hur' Gross Expected to Reach 7 Million by Week's End – 'Spartacus' Booked, New York Times (1923–Current file) [New York, N.Y] April 7, 1960: 44.
  3. "Spartacus"TCM databaseটার্নার ক্লাসিক মুভিজ। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ 
  4. "NY Times: Spartacus"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা