স্পলগদম
স্পলগদম[১] সম্ভবতঃ একজন ইন্দো-সিথিয় সত্রপ ছিলেন।
স্পলগদম | |
---|---|
ইন্দো-সিথিয় সত্রপ | |
রাজত্ব | ? ৫০ খ্রিস্টপূর্বাব্দ |
পিতা | স্পলহোর |
পরিচিতি
সম্পাদনাস্পলগদম ইন্দো-সিথিয় শাসক স্পলহোরের পুত্র ছিলেন ছিলেন। স্পলহোরের ভ্রাতা তথা ইন্দো-সিথিয় শাসক ভোনোনেস দ্বারা প্রচলিত বেশ কিছু দ্বিভাষী মুদ্রায় স্পলগদমের নাম উৎকীর্ণ রয়েছে। এই মুদ্রাগুলির এক পিঠে বজ্রনিক্ষেপরত জিউস ও অপর পিঠে বর্শা নিক্ষেপরত শাসকের চিত্র মুদ্রিত রয়েছে।[২] স্পলগদমের নিজস্ব মুদ্রা আবিষ্কৃত না হওয়ায় মনে করা হয়, তিনি একজন ইন্দো-সিথিয় শাসকদের অধীনস্থ সত্রপ ছিলেন।
তথ্যসূত্র
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে স্পলগদম সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ↑ রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বাঙ্গালার ইতিহাস, দে'জ পাবলিশিং, কলকাতা-৭৩, আইএসবিএন ৯৭৮-৮১-২৯৫-০৭৯১-৪, পৃষ্ঠা ২৫
- ↑ Senior, R. C. (জুলাই ২০, ২০০৫)। "Indo-Scythian Dynasty"। Encyclopedia Iranica। আইএসএসএন 2330-4804। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-১৬।