স্তাদ ইভ-দ্যু-মানোয়ার

স্তাদ ইভ-দ্যু-মানোয়ার (Stade Yves-du-Manoir) ফ্রান্সের রাজধানী প্যারিসের (পারি) সন্নিকটে কোলোঁব শহরে অবস্থিত একটি রাগবি, দৌড় প্রতিযোগিতা ও ফুটবল স্টেডিয়াম। এটির আনুষ্ঠানিক নাম স্তাদ ওলাঁপিক ইভ-দ্যু-মানোয়ার (Stade olympique Yves-du-Manoir)। এছাড়া এটি অনানুষ্ঠানিকভাবে স্তাদ ওলাঁপিক দ্য কোলোঁব (Stade olympique de Colombes) বা আরও সংক্ষেপে স্থানীয়দের কাছে কেবলমাত্র কোলোঁব (Colombes) নামে পরিচিত। ১৯০৭ সালে স্তাদ দ্যু মাতাঁ নামে নির্মিত এই মাঠটির নাম ১৯২৮ সালে ফরাসি রাগবি খেলোয়াড় ইভ দ্যু মানোয়ারের নামে বদল করা হয়। বর্তমানে এর দর্শক ধারণক্ষমতা প্রায় ১৫ হাজার। ২০২৪ সালের অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতাতে এটিকে হকি খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হবে।

স্তাদ ইভ-দ্যু-মানোয়ার
কোলোঁব
মানচিত্র
পূর্ণ নামস্তাদ ওলাঁপিক ইভ-দ্যু-মানোয়ার
প্রাক্তন নামস্তাদ দ্যু মাতাঁ (১৯০৭–১৯১৯)
স্তাদ ওলাঁপিক দ্য কোলোঁব (১৯২০–১৯২৭)
অবস্থানকোলোঁব, ফ্রান্স
ধারণক্ষমতা১৪,০০০[২] (২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ১৫ হাজারে বৃদ্ধি করা হবে।)

প্রাক্তন

তালিকা
    • ৪৫,০০০ (১৯২৪)
    • ৬০,০০০ (১৯৩৮)
    • ৫০,০০০ (১৯৭১)
    • ৭,০০০ (১৯৯০-এর দশক)
উপরিভাগঘাস
নির্মাণ
উদ্বোধন১৯০৭
পুনঃসংস্কার২০২৭
ভাড়াটে
Racing Club de France Football (1907–1985, 2012–present)[১]
Racing 92 (1907–2017)
ওয়েবসাইট
paris2024.org

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Le Stade Yves du Manoir" (ফরাসি ভাষায়)। Racing Club de France Football। ৩১ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১০ 
  2. "Stade Yves Du Manoir"Racing Métro 92। ৬ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৩ 

———