স্ট্রেপেরা ফুলিজিনোসা

পাখির প্রজাতি

কালো কাররাওং (ইংরেজিঃ ব্লাক কাররাওং), দ্বিপদ নাম স্ট্রেপেরা ফুলিজিনোসা, স্থানীয় ভাবে ব্লাক জয় নামেও পরিচিত, একটি বড় প্যাসারিন পাখি যারা তাসমানিয়া এবং নিকটবর্তী ব্যাস প্রণালীর মধ্যকার দ্বীপসমূহের এন্ডেমিক পাখি[২]। এরা আর্মাটিডি পরিবারের সদস্য এবং বুচারবার্ড ও অস্ট্রেলীয় ম্যাগপাই এর নিকটাত্মীয়। স্ট্রেপেরা গণে তিনটি কাররাওং পাখি আছে তার মধ্যে ব্লাক কাররাওং একটি।

স্ট্রেপেরা ফুলিজিনোসা
A black crow-like bird with a heavy bill and yellow eyes sits on a white post.
ব্লাক কাররাওং, তাসমানিয়া
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: অ্যানিম্যালিয়া (Animalia)
পর্ব: কর্ডাটা
গোষ্ঠী: ডাইনোসরিয়া (Dinosauria)
গোষ্ঠী: সরিস্কিয়া (Saurischia)
গোষ্ঠী: থেরোপোডা (Theropoda)
গোষ্ঠী: Maniraptora
গোষ্ঠী: আভিয়ালে (Avialae)
শ্রেণি: এভিস (Aves)
বর্গ: প্যাসারিফর্মিস (Passeriformes)
পরিবার: Artamidae
গণ: Strepera
(Gould, 1837)
প্রজাতি: S. fuliginosa
দ্বিপদী নাম
Strepera fuliginosa
(Gould, 1837)
map of Tasmania showing multicolored area across island
Black currawong range
subspecies indicated

শ্রেণীবিন্যাস সম্পাদনা

পক্ষীবিদ জন গৌল্ড ১৮৩৬ সালে কালো কাররাওং কে বর্ণনা করে ক্রাকটিকাস ফুনিজিনোসাস নামে এবং ১৮৩৭ সালে করোনিকা ফুলিজিনোসা।

বর্ণনা সম্পাদনা

এরা প্রায় ৫০ সেমি (২০ ইঞ্চি) লম্বা এবং এদের ডানার বিস্তৃতি ৮০ সেমি (৩১ ইঞ্চি)। পুরুষ পাখি স্ত্রী পাখির তুলনায় কিছুটা বড় এবং ভারী। পুরুষ পাখির গড় ওজন ৪০৫ গ্রাম এবং স্ত্রী পাখির ৩৪০ গ্রাম।

বাসস্থান সম্পাদনা

ব্লাক কাররাওং তাসমানিয়ার এন্ডেমিক পাখি। এরা প্রধানত মধ্যাঞ্চলের উচ্চভূমিতে বাস করে। ব্যাস প্রণালীর মধ্যকার অনেক দ্বীপেই এদেরকে দেখতে পাওয়া যায়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Strepera fuliginosa"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 
  2. "Black Currawong"। Australian Museum। ২৩ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০০৯ 

বহিঃসংযোগ সম্পাদনা