স্টোরি মাসগ্রেভ (জন্ম ১৯ অগাস্ট ১৯৩৫) একাধারে নভোচারী, বিজ্ঞানী, পাইলট, শিক্ষক, সার্জন, প্যারাট্রুপার ও আলোকচিত্রী।।

ফ্রাঙ্কলিন স্টোরি মাসগ্রেভ
জন্ম (1935-08-19) ১৯ আগস্ট ১৯৩৫ (বয়স ৮৮)
অবস্থাঅবসরপ্রাপ্ত
জাতীয়তাAmerican
পেশাচিকিৎসক
মহাকাশযাত্রা
NASA Astronaut
মহাকাশে অবস্থানকাল
53d 09h 55m
মনোনয়ক1967 NASA Group
অভিযানSTS-6, STS-51-F, STS-33, STS-44, STS-61, STS-80
অভিযানের প্রতীক

শৈশব সম্পাদনা

মাসগ্রেভের জন্ম ম্যাসাচুসেটসের বোস্টনে[১]

শিক্ষাজীবন সম্পাদনা

মাসগ্রেভ ১৯৫৮ সালে নিউইয়র্কের সিরাকিউস বিশ্ববিদ্যালয় থেকে গণিত ও পরিসংখ্যানে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। ১৯৫৯ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া অ্যাট লস অ্যাঞ্জেলস থেকে অপারেশন্স অ্যানালাইসিস ও কম্পিউটার প্রোগ্রামিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৬০ সালে ম্যারিয়েটা কলেজ থেকে রসায়নে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেন। ১৯৬৪ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন থেকে এমডি (ডক্টর অব মেডিসিন) ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে ইউনিভার্সিটি অব কেন্টাকি থেকে শারীরতত্ত্ববিদ্যা ও বায়োফিজিকসে মাস্টার্স করেন। ১৯৮৭ সালে ইউনিভার্সিটি অব হিউস্টন থেকে সাহিত্যের ওপর মাস্টার্স করেন।

সৈনিক জীবন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://www.jsc.nasa.gov/Bios/htmlbios/musgrave.html

বহিঃসংযোগ সম্পাদনা