স্টেলা এমবাচু
নাইজেরীয় মহিলা পেশাদার ফুটবলার
স্টেলা চিনিয়েরে এমবাচু একজন নাইজেরীয় মহিলা পেশাদার ফুটবলার।[১][২][৩][৪]
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | স্টেলা এমবাচু | ||
জন্ম | ১৬ এপ্রিল ১৯৭৮ | ||
জন্ম স্থান | মগবিডি, নাইজেরিয়া | ||
উচ্চতা | ১৬৫ সেন্টিমিটার (৫ ফুট ৫ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
– | রিভার্স অ্যাঞ্জেল্স | ||
জাতীয় দল | |||
১৯৯৯–২০১৪ | নাইজেরিয়া | ৮৮ | (২০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
ফুটবল ক্যারিয়ার
সম্পাদনানাইজেরিয়া মহিলা ফুটবল দলের সাথে, তিনি ২০০০ গ্রীষ্মকালীন অলিম্পিক, ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিক এবং ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক-এর পাশাপাশি ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১১ সালের ফিফা মহিলা বিশ্বকাপ-এ অংশগ্রহণ করেছিলেন।
মহাদেশীয় পর্যায়ে, তিনি ১৯৯৮ আফ্রিকান চ্যাম্পিয়নশিপে খেলেছেন (ফাইনালে একটি গোল করেছেন), ২০০০ (ফাইনালে একটি গোল করেছেন), ২০০২, ২০০৪ (চার গোল করেছেন), ২০০৬, ২০০৮ এবং ২০১০; ছয়বার জিতেছেন সাতটি প্রতিযোগিতার মধ্যে এবং ২০১০ সংস্করণের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Falconets better than Germans –Mbachu"। ১১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "I started football playing in skirts — Mbachu"। ১০ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ FIFA.com
- ↑ "Falcons' target is World Cup - Bio - Vanguard News"। ১১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৪।