স্কাল-ব্জাং-ছোস-গ্রাগ্স-দ্পাল-ল্দান

স্কাল-ব্জাং-ছোস-গ্রাগ্স-দ্পাল-ল্দান (ওয়াইলি: skal bzang chos grags dpal ldan) (১৭৩৪-১৭৯১) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের পঞ্চম র্গ্যা-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: rgya ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

স্কাল-ব্জাং-ছোস-গ্রাগ্স-দ্পাল-ল্দান ১৭৩৪ খ্রিষ্টাব্দে তিব্বতের চামদো অঞ্চলের দ্বেন-ম্দো (ওয়াইলি: dben mdo) নামক স্থানে জন্মগ্রহণ করেন। 'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: 'jigs med bstan pa'i rgya mtsho) নামক ষষ্ঠ 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামা তাকে ব্লো-ব্জাং-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাস (ওয়াইলি: blo bzang bstan 'dzin 'phrin las) নামক চতুর্থ র্গ্যা-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: rgya ra sprul sku) উপাধিধারী লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন। তিনি প্রথমে ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) ও পরবর্তীকালে দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chhosphel, Samten (আগস্ট ২০১০)। "The Fifth Gyara Tulku, Kelzang Chodrak Pelden"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১৪ 
পূর্বসূরী
ব্লো-ব্জাং-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাস
স্কাল-ব্জাং-ছোস-গ্রাগ্স-দ্পাল-ল্দান
পঞ্চম র্গ্যা-রা-স্প্রুল-স্কু
উত্তরসূরী
ব্লো-ব্জাং-ছোস-'ফেল