স্কাইফায়ার (টিভি ধারাবাহিক)
স্কাইফায়ার হল একটি ভারতীয় সাই-ফাই টিভি প্রচারিত একটি সিরিজ।সিরিজটি সৌমিক সেন পরিচালিত শাবিনা এন্টারটেইনমেন্ট এবং অ্যালিগেটর মিডিয়া প্রোডাকশন প্রযোজনা করেছে। সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রতীক বব্বর, সোনাল চৌহান, জিশু সেনগুপ্ত এবং ডেনজিল স্মিথ । এটি ২২ মে ২০১৯-এ প্রিমিয়ার হয়েছিল, এবং সিরিজ টি ZEE5 এ উপলব্ধ। [১] [২] [৩] [৪]
স্কাইফায়ার | |
---|---|
ধরন | অ্যাকশন, থ্রিলার |
চিত্রনাট্য | সুরেশ নায়ার শ্রেয়েস লোলেকার |
পরিচালক | সৌমিক সেন |
অভিনয়ে | প্রতীক বব্বর সোনাল চৌহান যীশু সেনগুপ্ত যতীন গোস্বামী শতাফ ফিগার |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৮ (পর্বের তালিকা) |
নির্মাণ | |
প্রযোজক | সত্য মহাপাত্র একান্ত বাবানি |
নির্মাণের স্থান | ভারত |
ক্যামেরা সেটআপ | মাল্টি ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ৩৫ মিনিট (প্রায়) |
নির্মাণ কোম্পানি | শাবিনা এন্টারটেইনমেন্ট অ্যালিগেটর মিডিয়া প্রোডাকশন |
মুক্তি | |
ছবির ফরম্যাট | HDTV 1080i |
মূল মুক্তির তারিখ | ২২ মে ২০১৯ |
কাস্ট সম্পাদনা
- চন্দ্রশেখর চরিত্রে প্রতীক বব্বর [৫]
- মীনাক্ষী পীরজাদার চরিত্রে সোনাল চৌহান
- হর্ষবর্ধন ধর্ম চরিত্রে যীশু সেনগুপ্ত [৬]
- সৈয়দ আলী হাসানের চরিত্রে যতীন গোস্বামী
- সন্দীপ বেনিওয়ালের চরিত্রে অমিত কুমার
- নলিনী রঞ্জন পন্তের চরিত্রে ডেনজিল স্মিথ
মুক্তি সম্পাদনা
সিরিজটি ২২ মে ২০১৯ এ প্রকাশিত হয়েছিল এবং এটি ZEE5 এ উপলব্ধ।
পর্বগুলো সম্পাদনা
সামগ্রিক নং. | মৌসুমে নং. | শিরোনাম | পরিচালক | লেখক | মূল মুক্তির তারিখ |
---|---|---|---|---|---|
1 | 1 | "Pralay" | Soumik Sen | Suresh Nair and Shreyes Lowlekar | ২৩ এপ্রিল ২০১৯ |
2 | 2 | "Test Run" | Soumik Sen | Suresh Nair and Shreyes Lowlekar | ২৩ এপ্রিল ২০১৯ |
3 | 3 | "Trapped" | Soumik Sen | Suresh Nair and Shreyes Lowlekar | ২৩ এপ্রিল ২০১৯ |
4 | 4 | "Loose Ends" | Soumik Sen | Suresh Nair and Shreyes Lowlekar | ২৩ এপ্রিল ২০১৯ |
5 | 5 | "Target Down" | Soumik Sen | Suresh Nair and Shreyes Lowlekar | ২৩ এপ্রিল ২০১৯ |
6 | 6 | "Burn Notice" | Soumik Sen | Suresh Nair and Shreyes Lowlekar | ২৩ এপ্রিল ২০১৯ |
7 | 7 | "Gut Feeling" | Soumik Sen | Suresh Nair and Shreyes Lowlekar | ২৩ এপ্রিল ২০১৯ |
8 | 8 | "The Monster" | Soumik Sen | Suresh Nair and Shreyes Lowlekar | ২৩ এপ্রিল ২০১৯ |
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Skyfire Web Series on Zee5 : Wiki, cast, trailer, reviews, episodes, download"। Cine Talkers (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-২৭। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২২।
- ↑ Paharia, Author: Rashmi (২০১৯-০৫-২৮)। "Review of ZEE5's SkyFire: A race against time to avert impending doom, falling just short of thrilling"। IWMBuzz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২২।
- ↑ Rakshit, Nayandeep (২০১৯-০৩-০২)। "Prateik Babbar and Sonal Chauhan team up for ZEE5's web series 'Skyfire'"। DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২২।
- ↑ "ZEE5 Original Drops Teaser of New Web Series Skyfire, Prateik Babbar-Sonal Chauhan Starrer Grips Fans in Its Sci-fi"। India.com।
- ↑ "Prateik Babbar is super-excited to be part of sci-fi web series Skyfire"। India Today।
- ↑ "Bengali actor Jisshu Sengupta plays a social worker in Skyfire, a web series on climate change"। Hindustan Times।
বহিসংযোগ সম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে স্কাইফায়ার (ইংরেজি)
- Skyfire on ZEE5