সৌরভ চক্রবর্তী একজন ভারতীয় অভিনেতা ও মডেল। তিনি মূলত বাংলা সিনেমায় অভিনয় করেন । এছাড়া তিনি তেলেগু, তামিল ,হিন্দি সিনেমাও হিন্দি ধারাবাহিকে ও অভিনয় করেছেন। তিনি গেম (২০১৪-এর চলচ্চিত্র),প্যান্থার - হিন্দুস্থান মেরি জান,লেফট রাইট লেফট (২০০৬), স্ক্রিপ্টেড (২০১৮),টোটাল দাদাগিরি (চলচ্চিত্র),বাঘ বন্দি খেলা ,শেষ থেকে শুরু ,অমর প্রেম (২০১৬-এর চলচ্চিত্র)‎,ধ্রুবা,গলি রাউডি, সাগপথাম,তাদাপ এর জন্য পরিচিত।[][][]

সৌরভ চক্রবর্তী
জন্ম৩ আগস্ট
পশ্চিমবঙ্গ ,ভারত
পেশাঅভিনেতা,মডেল

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

এক বাঙালি বরেন্দ্র ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। তিনি শুধুমাত্র তার অভিনয় করা বিভিন্ন ভূমিকার জন্যই নয় বরং সমস্ত প্রেমের সম্পর্কের জন্যও আলোচিত হয়েছেন । তিনি স্বীকার করেছেন যে শৈশবে তার ইংরেজি শিক্ষিকার প্রতি ক্রাশ ছিল। তার প্রথম চুম্বনটি তার প্রতিবেশীর সাথে হয়েছিল যখন তিনি পঞ্চম শ্রেণীতে ছিলেন। তার ইচ্ছে আছে সূর্য অস্ত যাওয়ার সময় তিনি তার বাগদত্তার সাথে একটি সমুদ্র সৈকতে যাবেন। যখন সূর্যের আলো কমলা দেখাবে এবং সে সময় তারা সালসা নাচবেন। তার স্ত্রীকেও বুদ্ধিমান এবং দুঃসাহসিক হতে হবে।

অভিনয় জীবন

সম্পাদনা

তিনি বেশ কয়েকটি বিখ্যাত হিন্দি টিভি ধারাবাহিক এবং বিভিন্ন ভাষার কিছু চলচ্চিত্রেও উপস্থিত হয়েছেন। লেফট রাইট লেফট নামের একটি অত্যন্ত বিখ্যাত এবং অত্যন্ত লালিত যুব হিন্দি ধারাবাহিকে ক্যাডেট পিটার বুবনিস-এর একটি বলিষ্ঠ ও মনোমুগ্ধকর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয়ের ক্ষেত্রে আত্মপ্রকাশ করেন। এটি কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যাওয়া সেনা কর্মীদের জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এটি চ্যানেল সনি সাব এ প্রচারিত হয়েছিল। ছোট বহুর মতো অন্যান্য প্রাইম টাইম ধারাবাহিকেও তাকে দেখা যায়। এটির দ্বিতীয় সিজনে দীর্ঘ সময়ের বিরতি দেখানো হয়। এতে প্রগতির ছেলের চরিত্রে অভিনয় করেন সৌরভ। যে একজন বিজনেস টাইকুন । তার চরিত্রটি খুব শক্তিশালী । যা ধারাবাহিকে নেতিবাচক আলোতে দেখানো হয়েছিল। এই চরিত্রটির নাম ছিল বিরাট । যে সঙ্গীতা কাপুরের স্বামী ছিল এতে। ইমাজিন টিভিতে প্রচারিত বিখ্যাত সিরিয়াল কিতনি মহব্বত হ্যায়-এর দ্বিতীয় সিজনেও সৌরভকে দেখা গিয়েছিল। এতে তিনি ধোঁধু নামে আরুশির প্রেমিক চরিত্রে অভিনয় করেন। পরিন্দে নামে আরেকটি ধারাবাহিকেও দেখা গেছে তাকে। []

গেম (২০১৪-এর চলচ্চিত্র) ছিল তার প্রথম সিনেমা।[] তামিল সিনেমা সাগপথাম তেও তিনি অভিনয় করেন। যেটি সুরেন্দ্রন দ্বারা পরিচালিত হয়েছিল । এটি ২০১৫ সালের ২ এপ্রিল মুক্তি পেয়েছিল।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Team 'Panther' meets families of the defence forces"photogallery.indiatimes.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫ 
  2. "Saurav Chakraborty in Sesh Theke Suru - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫ 
  3. "Amar Prem Official Trailer 2016 | Bengali Movie | Releasing on 9th December 2016" 
  4. "Hindi Tv Actor Saurav Chakrabarti Biography, News, Photos, Videos"nettv4u (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-২২ 
  5. "গেম সিনেমার ৬ বছর"Twitter। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা